ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে প্রায় সবাই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত ই-মেইল আদান-প্রদান করে থাকি। কিন্তু ইনবক্সে প্রয়োজনীয় ই-মেইলের পাশাপাশি স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত ই-মেইল জমা হওয়ার কারণে প্রয়োজনের সময় দ্রুত নির্দিষ্ট ই-মেইল খুঁজে পাওয়া যায় না। শুধু তা–ই নয়, স্প্যাম ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণাও করে থাকে সাইবার অপরাধীরা। এ সমস্যা সমাধানে জিমেইলে ‘শিল্ডেড ই–মেইল’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত ই–মেইল ঠিকানা গোপন রাখার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত স্প্যাম ই-মেইল আসা থেকে রক্ষা করবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ সংস্করণ ২৪.৪৫.৩৩ বিশ্লেষণ করে জিমেইলের অটোফিল সেটিংসে শিল্ডেড ই-মেইল সুবিধা শনাক্ত করা হয়েছে। শিল্ডেড ই-মেইল সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে কোনো ওয়েবসাইটে নিবন্ধন বা অনলাইন সেবা নেওয়ার সময় তাঁদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা গোপন রেখে বিকল্প ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। এর ফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো স্প্যাম বার্তাগুলো বিকল্প ই-মেইল ঠিকানায় জমা হবে। বিকল্প ঠিকানায় আসা ই-মেইলগুলো পড়ার পাশাপাশি উত্তরও দেওয়া যাবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের ‘হাইড মাই ই–মেইল’ সুবিধার আদলে তৈরি শিল্ডেড ই–মেইল সুবিধাটি জিমেইল ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এ সুবিধা বিনা মূল্যে, না অর্থের বিনিময়ে ব্যবহার করা যাবে, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গুগল শিগগিরই সুবিধাটি নিয়ে বিস্তারিত তথ্য জানাবে।
সূত্র: ম্যাশেবল