অনলাইন সভার জন্য জুম সফটওয়্যারের মাধ্যমে ওয়েবিনার ও বিভিন্ন সেশন আয়োজন করেন অনেকেই। এসব আয়োজনে বৈচিত্র্য আনতে ‘প্রোডাকশন স্টুডিও’ নামের নতুন সুবিধা চালু করেছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই পেশাজীবীরা বিভিন্ন বিষয়ে ওয়েবিনার ও অনলাইন সেশন স্বচ্ছন্দে পরিচালনা করতে পারবেন।
জুমের তথ্যমতে, প্রোডাকশন স্টুডিও সুবিধা ব্যবহার করে ওয়েবিনার বা সেশনের জন্য বিভিন্ন ধরনের পটভূমি ব্যবহার করা যাবে। চাইলে বিভিন্ন ধরনের লে-আউট কাজে লাগিয়ে পছন্দমতো পটভূমি তৈরির সুযোগও মিলবে। শুধু তা–ই নয়, ওয়েবিনারে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তির ছবির ফ্রেমের আকারও প্রয়োজনমতো নির্ধারণ করা যাবে। এর ফলে প্রতিষ্ঠানের কাজের ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সেশন বা ওয়েবিনার পরিচালনা করা যাবে।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে জুমের পণ্য ব্যবস্থাপক আননিকা ইলিয়াস জানিয়েছেন, প্রোডাকশন স্টুডিওতে সহজে ব্যবহার উপযোগী ইন্টারফেস সুবিধা থাকায় জুমে প্রতিটি ইভেন্টই পেশাদারের মতো পরিচালনা করা যাবে। এর ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার প্রয়োজন না হওয়ায় বাড়তি অর্থও খরচ করতে হবে না। জুম সেশনস ও জুম ইভেন্টসের নিবন্ধিত ব্যবহারকারীরা নতুন এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস নাউ