বাংলাদেশে পরিবেশবান্ধব মোবাইল টাওয়ার স্থাপনের জন্য চুক্তি করেছে ইডটকো ও হুয়াওয়ে
বাংলাদেশে পরিবেশবান্ধব মোবাইল টাওয়ার স্থাপনের জন্য চুক্তি করেছে ইডটকো ও হুয়াওয়ে

দেশে পরিবেশবান্ধব উপাদানে মোবাইল ফোন টাওয়ার বসাবে ইডটকো ও হুয়াওয়ে

বাংলাদেশে প্রথমবারের মতো ফাইবারগ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (এফআরপি) দিয়ে তৈরি পরিবেশবান্ধব মোবাইল টাওয়ার স্থাপনের উদ্যোগ নিয়েছে ইডটকো বাংলাদেশ ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ। অত্যাধুনিক প্রযুক্তির ফাইবারগ্লাস টাওয়ারে ওজন গতানুগতিক স্টিলের টাওয়ারের চেয়ে ৪৪ শতাংশ কম এবং রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় না। ফলে মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের মান নিশ্চিত করা যাবে। যৌথভাবে ফাইবারগ্লাস টাওয়ার স্থাপনের জন্য সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ একটি চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইডটকো বাংলাদেশ মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের জন্য ফাইবারগ্লাস টাওয়ার স্থাপন করবে। আর টাওয়ারের প্রযুক্তি সুবিধা দিতে ইডটকো বাংলাদেশের প্রযুক্তি সহযোগী হিসেবে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ। তুলনামূলক কম কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ করা ফাইবারগ্লাস টাওয়ার সহজে বহন করা যায়। ফলে জনবহুল এলাকার ভবনের ছাদে দ্রুত স্থাপন করা যাবে এসব টাওয়ার।