বিনোদন বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। সদস্য সংখ্যা বেশি থাকায় পরিচিত অনেক ব্যক্তি একই গ্রুপের সদস্য হলেও তা জানা যায় না। এ সমস্যা সমাধানে রিসেন্ট গ্রুপ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপের সার্চ বারে নির্দিষ্ট ব্যক্তির ফোন নম্বর লিখে সার্চ করলেই সেই ব্যক্তি এবং ব্যবহারকারী যে গ্রুপগুলোতে যুক্ত আছেন, সেগুলোর নাম জানা যাবে। ফলে গ্রুপগুলো সম্পর্কে সহজেই একে–অপরের সঙ্গে আলোচনার সুযোগ মিলবে। তবে হোয়াটসঅ্যাপের বন্ধু তালিকার বাইরে থাকা অন্য ব্যক্তিদের ফোন নম্বর দিয়ে কোনো গ্রুপের তথ্য খুঁজে পাওয়া যাবে না।
প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করা নির্দিষ্টসংখ্যক ব্যক্তি এ সুবিধা পাবেন। এ জন্য অবশ্যই হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। শিগগিরই ফোনেও এ সুবিধা পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া