প্রযুক্তিনির্ভর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ‘ইইই টেক ফেস্ট’। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আইইইই ইউএপি স্টুডেন্ট শাখা ও ইইই প্রজেক্ট ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প প্রদর্শনসহ রোবো সকার, কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লাজা প্রাঙ্গণে প্রযুক্তি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন মাহবুবা হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান উপস্থিত ছিলেন।
প্রযুক্তি উৎসবে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। এসব প্রকল্পে ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতি, দুর্ঘটনাসতর্কতা ও নিরাপত্তা, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ইলেকট্রনিক যন্ত্রসহ পরিবেশবান্ধব বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পরে প্রকল্পগুলো মূল্যায়ন করে শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
প্রযুক্তি উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক সেলিয়া শাহনাজ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক জি আর আহমেদ জামাল।