হাতে অ্যাপলের স্মার্ট ওয়াচ পরে অস্ট্রেলিয়ার জেমি অ্যালেইন নামের এক মুষ্টিযোদ্ধা (বক্সার) নিজের ব্যায়ামাগারে ছাত্রদের মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ দিচ্ছিলেন। সে সময় শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাঝেমধ্যেই তিনি বলছিলেন, ‘১-১-২’ এবং ‘গুড শট’। এতেই ঘটে বিপত্তি। স্মার্ট ওয়াচে চালু থাকা অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি কথাগুলো শুনে অনুমান করে, আশপাশে গোলাগুলি হচ্ছে। আর তাই ব্যবহারকারীকে রক্ষা করতে স্বয়ংক্রিয়ভাবে জরুরি নম্বরে কল করে পুলিশকে বিপদবার্তা পাঠায় সিরি। কিছুক্ষণের মধ্যেই জেমি অ্যালেইনের বাসায় পুলিশের গাড়িসহ অ্যাম্বুলেন্সও চলে আসে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনির এক ব্যায়ামাগারে এ ঘটনা ঘটেছে। জেমি অ্যালেইন একজন পেশাদার মুষ্টিযোদ্ধা। নিজের ব্যায়ামাগারে শিক্ষার্থীদের মুষ্টিযুদ্ধও শেখান তিনি। হঠাৎ দেখেন, ভবনের সামনে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি। এক পুলিশ সদস্য তাঁর কাছে এসে জানতে চান, তিনি কেন গুলির ঘটনা ঘটছে বলে পুলিশকে কল করেছিলেন। অ্যালেইন বিষয়টি অস্বীকার করলেও পুলিশ দেখতে পায়, তাঁর মুঠোফোন থেকেই জরুরি নম্বরে কল করা হয়েছিল। উপস্থিত সবার সঙ্গে কথা বলে পুলিশ বুঝতে পারে, অ্যাপলের স্মার্ট ওয়াচে থাকা ভার্চ্যুয়াল সহকারী সিরি ভুল করে পুলিশকে কল করেছে।
অ্যালেইন জানিয়েছেন, বিপত্তি এড়াতে প্রশিক্ষণ চলাকালে অ্যাপলের স্মার্ট ওয়াচে সিরি ব্যবহার করছেন না তিনি। কারণ, তাঁর ভয় প্রশিক্ষণের সময় সিরি আবারও ভুল করে বিভিন্ন জায়গায় কল করে বিপদে ফেলতে পারে।
সূত্র: ডেইলি মেইল