থ্রেডসে যুক্ত হয়েছে ফলোয়িং ট্যাব
থ্রেডসে যুক্ত হয়েছে ফলোয়িং ট্যাব

থ্রেডসে যুক্ত হলো ফলোইং ট্যাব

থ্রেডস অ্যাপে বহুল প্রতীক্ষিত ‘ফলোইং’ ট্যাব যুক্ত করেছে মেটা। নতুন এই ট্যাবে ক্লিক করলেই অনুসরণ বা ফলো করা অ্যাকাউন্টগুলোর সব পোস্ট একসঙ্গে দেখা যাবে। ফলে বন্ধু বা পরিচিত মানুষের পাশাপাশি অনুসরণ করা ব্যক্তিদের সর্বশেষ তথ্য সহজেই দেখার সুযোগ মিলবে। ট্যাবটি চালুর পরপরই এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ থ্রেডস ব্যবহারকারীদের উদ্দেশে লিখেছেন, ‘বলুন, সেগুলো ব্যবহারের সুযোগ পাবেন।’

অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলেই থ্রেডসের লোগো এবং হোম আইকনে ট্যাপ করে ‘ফলোইং’ ট্যাবকে অ্যাপটির মূল ফিডে আনতে পারবেন। শুধু তা–ই নয়, প্রয়োজনে যেকোনো সময় ফিড থেকে সরিয়েও ফেলা যাবে ট্যাবটি। তবে এখনো নিজেদের থ্রেডস অ্যাকাউন্টে ফলোইং ট্যাব যুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে তৈরি মেটার থ্রেডস অ্যাপ প্রকাশের পরপরই প্রযুক্তি–বিশ্বে বেশ আলোড়ন তুলেছে। অল্প সময়ের মধ্যে ১৫ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন অ্যাপটিতে। কিন্তু টুইটারের মতো ফলোইং ট্যাবসহ বেশ কিছু সুবিধা না থাকায় থ্রেডসের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা দ্রুত কমছে। বিষয়টি বিবেচনা করে থ্রেডসে দ্রুত ফলোইং ট্যাব যুক্ত করেছে মেটা।

সম্প্রতি থ্রেডসে ‘ট্রান্সলেশন’ ও ‘ফলোস’ ট্যাবসহ ‘রিপোস্ট’–সুবিধা যুক্ত করেছে মেটা। ট্রান্সলেশন ট্যাবটির মাধ্যমে এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। ফলে ভিন্ন ভাষাভাষীর মানুষ সহজেই অন্য ভাষায় লেখা পোস্টগুলো অনুবাদ করে পড়তে পারবেন। অন্যদিকে, ফলোস ট্যাবে ক্লিক করে সম্প্রতি যুক্ত হওয়া ফলোয়ার বা অনুসারীর নাম দেখা যাবে।
সূত্র: দ্য ভার্জ