ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর আয়োজন করতে যাচ্ছে ‘কানেক্ট’ সম্মেলন। অনলাইনে অনুষ্ঠেয় দুই দিনের এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা ও পণ্যের ঘোষণা দেওয়া হতে পারে। মেটাভার্স নিয়েও নতুন পরিকল্পনার কথা জানাতে পারে প্রতিষ্ঠানটি। তবে সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো তথ্য না জানানোর কারণে প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল জল্পনাকল্পনা। শুধু তা-ই নয়, মেটার নতুন প্রযুক্তি নিয়েও নানা গুঞ্জন উঠেছে প্রযুক্তিবিশ্বে।
বেশির ভাগ সংবাদমাধ্যমের তথ্যমতে, বার্ষিক এ সম্মেলনে ভবিষ্যতের প্রযুক্তি তুলে ধরবে মেটা। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের ধারণা, সম্মেলনে নিজেদের তৈরি মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটের নতুন সংস্করণ আনতে পারে মেটা। ‘কোয়েস্ট থ্রি এস’ মডেলের হেডসেটটির দাম হতে পারে ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলার। এ ছাড়া নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন সুবিধা যুক্তেরও ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
সম্মেলনে ভার্চ্যুয়াল–দুনিয়া ‘মেটাভার্স’ নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা জানানোর পাশাপাশি এ প্রযুক্তি ব্যবহারের উপযোগী বেশ কিছু নতুন সুবিধা উন্মুক্ত করতে পারে মেটা। এর পাশাপাশি মেটা কানেক্ট সম্মেলনে বড় চমক হিসেবে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির চশমা ‘ওরিয়ন’ উন্মোচন করা হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া