মেসেঞ্জার
মেসেঞ্জার

মেসেঞ্জারের এনক্রিপশন বার্তায় ওয়েব ঠিকানা থাকলে সেটির তথ্যও দেখা যাবে

মেসেঞ্জার গ্রুপে আদান-প্রদান করা বার্তার নিরাপত্তায় আমরা অনেকেই এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকি। তথ্য নিরাপদ থাকলেও এ পদ্ধতিতে বার্তার সঙ্গে থাকা ওয়েবসাইটের সংক্ষিপ্ত তথ্য (প্রিভিউ) অন্যরা দেখতে পারেন না। ফলে ওয়েবসাইটে থাকা তথ্য সম্পর্কে আগাম কোনো ধারণা পাওয়া যায় না। এতে অনেকেই বিরক্ত হন। সমস্যা সমাধানে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি ব্যবহারকারীদের জন্য লিংকের প্রিভিউ দেখার সুযোগ চালু করেছে মেটা।

নতুন এ সুবিধা চালুর ফলে এখন থেকে মেসেঞ্জারের এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতির মাধ্যমে পাঠানো সব লিংকের প্রিভিউ বা তথ্য ওয়েবসাইটে প্রবেশের আগেই দেখা যাবে। অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ না করেই লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা মিলবে। এত দিন মেসেঞ্জারে এ সুবিধা পাওয়া গেলেও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে লিংকের প্রিভিউ দেখা যেত না।

লিংক প্রিভিউয়ের পাশাপাশি মেসেঞ্জারের এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে থিম এবং কাস্টম ইমোজি ব্যবহারের সুযোগও পাওয়া যাবে। গ্রুপ প্রোফাইল ছবি ব্যবহারেরও সুযোগ মিলবে। ফলে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে নিরাপদে তথ্য আদান-প্রদানের পাশাপাশি মেসেঞ্জারে চালু থাকা অন্য সুবিধাগুলো ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে মেসেঞ্জার গ্রুপে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু হয়। এ সুবিধায় মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপের সদস্যদের বিনিময় করা সব তথ্য প্রেরকের কাছ থেকেই বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয়। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডকে সাধারণ বার্তায় পরিণত করায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারেন না।
সূত্র: সিনেট