মেড বাই গুগল অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সামির সম্রাট
মেড বাই গুগল অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সামির সম্রাট

মেড বাই গুগল অনুষ্ঠানে নতুন যেসব ঘোষণা এল

নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দিতে প্রতিবছরই ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানের আয়োজন করে থাকে গুগল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে এ বছরের মেড বাই গুগল অনুষ্ঠানে তিনটি মডেলের পিক্সেল স্মার্টফোন, পিক্সেল ফোল্ড, নতুন এআই সেবা, পিক্সেল বাডস ও পিক্সেল স্মার্ট ঘড়ি আনার ঘোষণা দিয়েছে গুগল। এ বছরের আয়োজনে যেসব পণ্য ও প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক।

পিক্সেল সিরিজের নতুন স্মার্টফোন

পিক্সেল সিরিজের নতুন স্মার্টফোন

পিক্সেল সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছে এ আয়োজন থেকে। ‘পিক্সেল ৯’, ‘পিক্সেল ৯ প্রো’ ও ‘পিক্সেল ৯ প্রো এক্সএল’ মডেলের ফোনগুলোর পর্দার আকার ৬ দশমিক ৩ ইঞ্চি থেকে ৬ দশমিক ৮ ইঞ্চি পর্যন্ত। ফোনগুলোতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাও রয়েছে। টেনসর জি ৪ প্রসেসরের চলা ফোনগুলোর ক্যামেরা ৫ গুণ পর্যন্ত জুম করা যাবে। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলা এ সিরিজের ফোনগুলোতে সাত বছরের অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা হালনাগাদ পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল।

পিক্সেল ৯ প্রো ফোল্ড

পিক্সেল ৯ প্রো ফোল্ড

অনুষ্ঠানে ভাঁজযোগ্য নতুন ফোনের ঘোষণাও দিয়েছে গুগল। পিক্সেল ৯ প্রো ফোল্ড নামের ফোনটি আগের সংস্করণের ভাঁজযোগ্য ফোনের তুলনায় চওড়া হলেও বেশ পাতলা। ভাঁজ করা অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার। ফলে সহজেই হাতের মুঠোয় ধরা যাবে ফোনটি। ভাঁজ খোলা অবস্থায় টেনসর জি ৪ প্রসেসরের চলা ফোনটির পর্দার আকার ৮ ইঞ্চি।

জেমিনি লাইভ

পিক্সেল ৯ সিরিজের ফোনে এআই সহকারী হিসেবে ‘জেমিনি লাইভ’ ভয়েস চ্যাট–সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া মাইক্রোসফট রিকলের মতো পিক্সেল স্ক্রিনশট নামের নতুন একটি এআই সেবা যুক্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। লেখা থেকে ছবির জন্য এআই টুল পিক্সেল স্টুডিওর ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাড মি নামের নতুন একটি এআই টুলের ঘোষণা দেওয়া হয়েছে। এ টুল ব্যবহার করে গ্রুপ ছবি তৈরি করা যাবে।

পিক্সেল ওয়াচ থ্রি

পিক্সেল ওয়াচ থ্রি স্মার্ট ঘড়ির ঘোষণাও এসেছে মেড বাই গুগল অনুষ্ঠানে। পিক্সেল ওয়াচ থ্রির ডায়ালের আকার ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার। পাতলা বেজেলসহ পিক্সেল ওয়াচ থ্রি স্মার্ট ঘড়িতে ওএলইডি পর্দাও রয়েছে।

পিক্সেল বাডস প্রো টু

টেনসর এ ১ চিপসহ পিক্সেল বাডস প্রো ২ আনার ঘোষণা দিয়েছে গুগল। চারটি রঙে তৈরি পিক্সেল বাডস প্রো ২ এএনসি এবং ট্রান্সপারেন্ট এই দুটি মোড ব্যবহার করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া