ফ্যাব্রিস বিলা
ফ্যাব্রিস বিলা

প্রযুক্তির এই দিনে: ৬ জানুয়ারি

রেকর্ড সংখ্যায় পাইয়ের মান বের করলেন ফ্যাব্রিস বিলা

পাইয়ের মান রেকর্ড সংখ্যায় বের করার ঘোষণা দেন ফরাসি কম্পিউটার প্রোগ্রামার ফ্যাব্রিস বিলা। ফ্যাব্রিস ঘোষণা দেন তিনি প্রায় ২ দশমিক ৭ ট্রিলিয়ন (২ লাখ ৭০ হাজার কোটি) সংখ্যায় পাইয়ের মান বের করেছেন।

৬ জানুয়ারি ২০১০
রেকর্ড সংখ্যায় পাইয়ের মান বের করলেন ফ্যাব্রিস বিলা
লাখ লাখ ডলার মূল্যের সুপারকম্পিউটারে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারে গণনা করে গাণিতিক ধ্রুবক পাইয়ের মান রেকর্ড সংখ্যায় বের করার ঘোষণা দেন ফরাসি কম্পিউটার প্রোগ্রামার ফ্যাব্রিস বিলা। ফ্যাব্রিস ঘোষণা দেন তিনি প্রায় ২ দশমিক ৭ ট্রিলিয়ন (২ লাখ ৭০ হাজার কোটি) সংখ্যায় পাইয়ের মান বের করেছেন। কীভাবে এটি বের করলেন, সেই পদ্ধতিও তিনি প্রকাশ করেন। সেই সময়ে পাইয়ের মানের ক্ষেত্রে এটি ছিল বিশ্ব রেকর্ড। দ্রুতগতির কম্পিউটার ও উচ্চাভিলাষী গণিতবিদেরা পাইয়ের মানে রেকর্ড করার চেষ্টা করেছেন, এখনো করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, ১৯৪৯ সালে এনিয়াক কম্পিউটার দিয়ে পাইয়ের মান গণনা করা হয়। এনিয়াক ২০০০-এর বেশি সংখ্যায় পাইয়ের মান দেখিয়েছিল। এই গণনা সম্পন্ন করতে প্রথম দিকের সেই কম্পিউটারের সময় লেগেছিল তিন দিন!

ম্যাকওএস অ্যাপ স্টোরের প্রথম পৃষ্ঠা

৬ জানুয়ারি ২০১১
ম্যাকওএস অ্যাপ স্টোর চালু
ম্যাকওএসের (অপারেটিং সিস্টেম) অ্যাপ্লিকেশন সরবরাহের জন্য অনলাইনে ডিজিটাল দোকান চালু করে অ্যাপল ইনকরপোরেটেড। এটি অ্যাপ স্টোর নামেও পরিচিত। ২০১০ সালের ২০ অক্টোবর ‘ব্যাক টু ম্যাক’ অনুষ্ঠানে এর ঘোষণা দেয় অ্যাপল। এই বছরের ৩ নভেম্বর থেকে অ্যাপল তাদের নিবন্ধিত প্রোগ্রামারদের কাছ থেকে ম্যাকওএস অ্যাপ স্টোরে অ্যাপ জমা নিতে থাকে। ২০১১ সালের ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হয় এই অ্যাপ স্টোর। চালুর ২৪ ঘণ্টা পর ১০ লাখ অ্যাপ নামানো হয়েছে বলে অ্যাপল ঘোষণা দেয়।