লিনাস বেনেডিক্ট টর‌ভ্যাল্ডস
লিনাস বেনেডিক্ট টর‌ভ্যাল্ডস

প্রযুক্তির এই দিনে: ২৫ আগস্ট

লিনাক্সের কথা প্রথম জানালেন লিনাস টরভ্যাল্ডস

ফিনল্যান্ডের ২১ বছর বয়সী ছাত্র লিনাস বেনেডিক্ট টর‌ভ্যাল্ডস একটি অনলাইন লেখার মাধ্যমে উন্মুক্ত সোর্সকোডভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাক্সের ঘোষণা দেন।

২৫ আগস্ট ১৯৯১
অনলাইন বার্তায় প্রথম লিনাক্সের কথা জানালেন লিনাস টরভ্যাল্ডস
ফিনল্যান্ডের ২১ বছর বয়সী ছাত্র লিনাস বেনেডিক্ট টর‌ভ্যাল্ডস একটি অনলাইন লেখার মাধ্যমে উন্মুক্ত সোর্সকোডভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাক্সের ঘোষণা দেন। ১৯৯১ সালের ২৫ আগস্ট তিনি প্রথম লিনাক্স কার্নেলের কথা জানালেন।

টাক্স নামের এই পেঙ্গুইনটি হলে লিনাক্সের প্রতীক

লিনাক্সের ০.০১ সংস্করণ ছাড়া হয় ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর। এই লিনাক্স কার্নেল জিএনইউর আওতায় আবার লাইসেন্সপ্রাপ্ত হয়। এভাবে লিনাক্সের প্রথম সংস্করণ তৈরি হয়। লিনাস টর‌ভ্যাল্ডসের জন্ম ১৯৬৯ সালের ২৮ ডিসেম্বরে ফিনল্যান্ডের হেলসিংকিতে।

২৫ আগস্ট ১৯৯৬
মাইক্রোসফটকে হারাতে ন্যাভিও তৈরি করে নেটস্কেপ
আইবিএম, ওরাকল এবং আরও চারটি জাপানি ইলেকট্রনিকস প্রতিষ্ঠান—সনি, নিনটেনডো, সেগা ও এনইসির সঙ্গে জোট বেঁধে নতুন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের ঘোষণা দেয় নেটস্কেপ কমিউনিকেশনস করপোরেশন। নতুন কোম্পানি ন্যাভিও করপোরেশনের উদ্দেশ্য ছিল মাইক্রোসফট করপোরেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং নতুন একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করা।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে ওয়েব ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার যুক্ত করে দেওয়ায় মাইক্রোসফট ও নেটস্কেপের মধ্যে তিক্ততা বাড়ে। নেটস্কেপ মাইক্রোসফটের বিরুদ্ধে আলোচিত অ্যান্টিট্রাস্ট মামলাও করেছিল।
নেটস্কেপের আশা ছিল নতুন কোম্পানি নানা ধরনের কম্পিউটার প্রোগ্রাম, ভিডিও গেমস এবং টেলিভিশন ও নেটওয়ার্ক কম্পিউটারের জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করবে। যেগুলো দামে মাইক্রোসফটের পণ্যের চেয়ে সস্তা হবে। কার্যত ন্যাভিও তেমনভাবে সফলতা পায়নি।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, উইকিপিডিয়া