খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) অন্যদের পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেন অনেকেই। এই মন্তব্যগুলো পোস্ট করা ব্যক্তির পাশাপাশি অন্য এক্স ব্যবহারকারীরাও নিয়মিত পড়ে থাকেন। তবে মন্তব্যের সংখ্যা বেশি হলে সময় স্বল্পতার কারণে সব মন্তব্য পড়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘সর্ট রিপ্লাইস’ সুবিধা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। নতুন এ সুবিধা চালুর ফলে এক্সে যেকোনো পোস্টের মন্তব্যগুলো ‘মোস্ট রিলেভেন্ট’, ‘মোস্ট রিসেন্ট’ ও ‘মোস্ট লাইকড’ নামের তিনটি বিভাগে আলাদা করে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী মন্তব্য দ্রুত পড়তে পারবেন।
এক্সে সাধারণত অর্থের বিনিময়ে নীল টিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের করা মন্তব্যগুলো সবার আগে দেখানো হয়ে থাকে। এমনকি সেই মন্তব্য প্রাসঙ্গিক না হলেও সবার ওপরে প্রদর্শিত হয়। ফলে অনেক সময় প্রয়োজনীয় মন্তব্য সহজে খুঁজে পাওয়া যায় না। এক্সের নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী মন্তব্য পড়তে পারবেন।
নতুন এ সুবিধা চালুর ফলে এক্সের কমেন্ট অপশনে মোস্ট রিলেভেন্ট নামের একটি ট্যাব দেখা যাবে। যেখানে ট্যাপ করলেই সর্ট রিপ্লাইস নামের একটি পপআপ বক্স চালু হবে। যেখানে থাকা মোস্ট রিলেভেন্ট, মোস্ট রিসেন্ট ও মোস্ট লাইকড নামের তিনটি অপশন থেকে কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করলেই প্রয়োজনীয় মন্তব্যগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। মোস্ট রিসেন্ট নির্বাচন করলে সবশেষ যে মন্তব্য করা হয়েছে তা তালিকা অনুযায়ী এবং মোস্ট লাইকড নির্বাচন করলে সবচেয়ে বেশি লাইক করা মন্তব্যগুলো দেখা যাবে। প্রাথমিকভাবে আইফোন ও কম্পিউটার থেকে এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: ম্যাশেবল