হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার সঙ্গে প্রেরকের ছবিও দেখা যাবে

ইচ্ছা না থাকলেও বন্ধু বা সহকর্মীদের অনুরোধে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হতে হয়। গ্রুপে যোগ দিলেও আলোচনার সময় সব ব্যবহারকারী সম্পর্কে ধারণা না থাকায় অনেকই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। সমস্যা সমাধানে এবার গ্রুপে চ্যাট করার সময় বার্তার পাশাপাশি প্রেরকের প্রোফাইল ছবিও দেখাবে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা চালু হলে গ্রুপে যুক্ত থাকা অপরিচিত ব্যক্তিদের সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ফলে অপছন্দের ব্যক্তিদের সঙ্গে বার্তা বিনিময় করতে হবে না। প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। এ জন্য কাজও শুরু করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

সম্প্রতি গ্রুপ সেবাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এ জন্য গ্রুপ কলের সময় অবাঞ্ছিত শব্দ নিয়ন্ত্রণে দূর থেকে নির্দিষ্ট ব্যক্তির মাইক্রোফোন মিউট করার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। শুধু তা-ই নয়, গোপনে গ্রুপ থেকে বের হওয়ার সুযোগও চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।