অ্যালটেয়ার ৮৮০০ কম্পিউটারের জন্য বেসিক প্রোগ্রাম তৈরি করতে দুই বন্ধু বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
৪ এপ্রিল ১৯৭৫
বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করলেন
অ্যালটেয়ার ৮৮০০ কম্পিউটারের জন্য বেসিক প্রোগ্রাম তৈরি করতে দুই বন্ধু বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আশির দশকে এমএস ডস দিয়ে পারসোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বাজার আধিপত্য বিস্তার করে মাইক্রোসফট। মাইক্রোসফট করপোরেশন বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান। ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ডে এর সদর দপ্তর। প্রতিষ্ঠানটি সফটওয়্যার পণ্য, বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ স্যুট, এজ ওয়েব ব্রাউজারের জন্য বর্তমানে বেশি পরিচিত। মাইক্রোসফট গেম খেলার যন্ত্র এক্সবক্স এবং সারফেস ট্যাবলেট কম্পিউটারও তৈরি করেছে।
কম্পিউটার প্রযুক্তির বিকাশে মাইক্রোসফটের বৈপ্লবিক অবদান রয়েছে। ১৯৮৬ সালে পুঁজিবাজারে আসে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের শেয়ারের মূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্য থেকে তিনজন শতকোটিপতি (বিলিয়নিয়ার) এবং ১২ হাজার মিলিয়নিয়ার হয়েছেন। ল
বিল গেটস মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন শুরু থেকেই। তাঁর নির্দেশনাতেই মাইক্রোসফট পরিচালিত হয়েছে দীর্ঘদিন। ২০০০ সালে স্টিভ বালমার মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব নেন। তিনি মাইক্রোসফটে ‘যন্ত্র ও সেবা’ কৌশল অবলম্বন করেন। ২০১২ সালে সারফেস ল্যাপটপ বাজারে আনে মাইক্রোসফট। পরবর্তী সময়ে মুঠোফোন নির্মাতা নোকিয়া কিনে নেয় মাইক্রোসফট।
২০১৪ সালে সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও। একচেটিয়া ব্যবসা করা নিয়ে মাইক্রোসফট প্রায়ই সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি সফটওয়্যার পণ্যের নিরাপত্তা নিয়েই প্রতিষ্ঠানটি বেশ সমালোচিত। বিশ্বজুড়ে বিস্তৃত মাইক্রোসফটের ব্যবসা। বর্তমানে ২ লাখ ২১ হাজারের বেশি কর্মী কাজ করেন প্রতিষ্ঠানটিতে।
৪ এপ্রিল ১৯৬৯
মানবদেহে বসানো হলো পুরো কৃত্রিম হৃৎপিণ্ড
যুক্তরাষ্ট্রের হিউস্টনে পুরোপুরি কৃত্রিম একটি হৃৎপিণ্ড একজন রোগীর শরীরে স্থাপন করতে সফল হন শল্যবিদেরা। দুই শল্য চিকিৎসক (সার্জন) ডোমিঙ্গো লিওটা ও ডেনটন কুলি হাসকেল কার্প নামের একজন রোগীর বুকে কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করেন। ৬৪ ঘণ্টা কৃত্রিম হৃৎপিণ্ড রোগীর শরীরে রাখা হয়। পরে মানুষের হৃৎপিণ্ড পাওয়া গেলে কৃত্রিম হৃৎপিণ্ড সরিয়ে নেওয়া হয়।
৪ এপ্রিল ১৯৯৪
মার্ক অ্যান্ড্রেসেন ও জিম ক্লার্ক নেটস্কেপ প্রতিষ্ঠা করেন
মার্ক অ্যান্ড্রেসেন ও জিম ক্লার্ক মোজাইক কমিউনিকেশনস করপোরেশন প্রতিষ্ঠা করেন। পরে পরিবর্তন করে নেটস্কেপ কমিউনিকেশনস করপোরেশন নামকরণ করা হয়। অ্যান্ড্রেসেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিং অ্যাপ্লিকেশনসে (এসিএসএ) কাজ করার সময় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহারের জন্য সফটওয়্যার তৈরি করেছিলেন। আর জিম ক্লার্ক উচ্চক্ষমতার কম্পিউটার নির্মাতা সিলিকন গ্রাফিকস ইনকরপোরেটেডের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। নেটস্কেপ কমিউনিকেশনের তৈরি নেটস্কেপ নেভিগেটর ছিল ইতিহাসে প্রথম জনপ্রিয় ওয়েব ব্রাউজার।