ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। আর তাই এবার অনলাইনে সংরক্ষণ করা ফাইল লক করে রাখার সুবিধা চালু করছে গুগল।
গুগল ড্রাইভে ফাইল লক করা থাকলে শুধু অনুমতি পাওয়া ব্যক্তিরাই তথ্য পড়তে বা দেখতে পারবেন। এর ফলে অনলাইনে সংরক্ষণ করা ফাইলের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। লক–সুবিধা ব্যবহারের জন্য অনলাইনে সংরক্ষণ করা ফাইলের ডানে ক্লিক করে ফাইল ইনফরমেশন অপশনে প্রবেশ করতে হবে। এরপর লক অপশন নির্বাচন করলেই ফাইলটি লক হয়ে যাবে। একইভাবে ফাইলের লকও খোলা যাবে।
২০ সেপ্টেম্বর গুগল ড্রাইভ ফাইল লক করার সুবিধা চালু হবে। প্রাথমিকভাবে ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এ সুযোগ পেলেও পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে। গুগল ড্রাইভে ফাইলে সম্পাদনা করার অনুমতি পাওয়া ব্যক্তিরা শুধু ফাইল লক করতে পারবেন।
সম্প্রতি গুগল ওয়ার্কস্পেসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গুগল ডুয়েট এআই যোগ করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সুবিধা ব্যবহার করে চাইলেই জিমেইল ও গুগল ডকে লিখিত প্রম্পট দিয়ে বিভিন্ন কাজ দ্রুত করা যায়। এমনকি গুগল স্লাইডসে লিখিত প্রম্পট ব্যবহার করে ছবিও তৈরি করা সম্ভব।
সূত্র: গ্যাজেটস নাউ