ড্যানিয়েল ডি ম্যাকক্রাকেন
ড্যানিয়েল ডি ম্যাকক্রাকেন

প্রযুক্তির এই দিনে: ২৩ জুলাই

কম্পিউটার শিক্ষাবিদ ম্যাকক্রাকেনের জন্ম

২৩ জুলাই ১৯৩০

ফোরট্র্যার্ন প্রোগ্রামিং ভাষা নিয়ে প্রথম পাঠ্যবইয়ের লেখক ড্যানিয়েল ডি ম্যাকক্রাকেন ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের মনটানায় জন্মগ্রহণ করেন।

২৩ জুলাই ১৯৭২

যুক্তরাষ্ট্রের ল্যান্ডস্যাট কর্মসূচির প্রথম স্যাটেলাইট ‘ল্যান্ডস্যাট-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

২৩ জুলাই ১৯৩০

কম্পিউটার শিক্ষাবিদ ম্যাকক্রাকেনের জন্ম
ফোরট্র্যার্ন প্রোগ্রামিং ভাষা নিয়ে প্রথম পাঠ্যবইয়ের লেখক ড্যানিয়েল ডি ম্যাকক্রাকেন ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের মনটানায় জন্মগ্রহণ করেন। গণিত ও রসায়নের ছাত্র ম্যাকক্রাকেন ১৯৫১ সালে জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন। তিনি সেখানে এই নতুন প্রযুক্তি বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেন। ড্যানিয়েল ম্যাকক্রাকেন নিউইয়র্কের দ্য সিটি কলেজের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

৩ লাখ কপি বিক্রি হয়েছিল ‘আ গাইড টু ফোরট্র্যার্ন প্রোগ্রামিং’ বইটি

শিক্ষাদানের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ম্যাকক্রাকেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং পাঠ্যবই লেখেন। দুই ডজনের বেশি পাঠ্যবই লেখেন তিনি। তাঁর লেখা বই ১৪টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর সবচেয়ে বিখ্যাত বই আ গাইড টু ফোরট্র্যার্ন প্রোগ্রামিং ১৯৬১ সালে প্রকাশিত হয়। বইটির তিন লাখ কপি বিক্রি হয়েছিল।

ম্যাকক্রাকেনের লেখা উল্লেখযোগ্য অন্যান্য বই হলো আ গাইড টু ফোরট্র্যার্ন ফোর প্রোগ্রামিং (১৯৬৬), আ গাইড টু কোবোল প্রোগ্রামিং (১৯৭০), আ সিম্পলিফায়েড গাইড টু ফোরট্র্যার্ন প্রোগ্রামিং (১৯৭৪), আ গাইড টু পিএল/এম ফর মাইক্রোকম্পিউটার অ্যাপ্লিকেশনস (১৯৭৮), আ সেকেন্ড কোর্স ইন কম্পিউটার সায়েন্স উইথ প্যাসক্যাল (১৯৮৬), লার্নিং জিইএল বাই এক্সাম্পল (১৯৯২)।

ম্যাকক্রাকেনকে ১৯৯৪ সালে ফেলো হিসেবে স্বীকৃতি দেয় অ্যাসোসিয়েশন অব কম্পিউটার মেশিনারিজ (এসিএম)। ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি এসিএমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগের মেয়াদে (১৯৭৬–১৯৭৮) তিনি এই সংগঠনের সহসভাপতি ছিলেন। সামাজিক ও পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৯ সালে কম্পিউটার প্রফেশনালস অর সোশ্যাল রেসপনসিবিলিটির নরবার্ট ওয়েনার পুরস্কার পান।
ক্যানসারে আক্রান্ত হয়ে নিজের ৮১তম জন্মদিনের এক সপ্তাহ পর ২০১১ সালের ৩০ জুলাই নিউইয়র্ক সিটিতে মারা যান ড্যানিয়েল ম্যাকক্রাকেন।

ল্যান্ডস্যাট ১–এর স্কেচ

২৩ জুলাই ১৯৭২
প্রথম ল্যান্ডস্যাট কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ
কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তোলার সবচেয়ে দীর্ঘমেয়াদি কর্মসূচি হলো ল্যান্ডস্যাট। ল্যান্ডস্যাট মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভের একটি যৌথ কর্মসূচি। আজ থেকে ৫১ বছর আগে এ কর্মসূচির প্রথম স্যাটেলাইট ‘ল্যান্ডস্যাট-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। সর্বশেষ ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ‘ল্যান্ডস্যাট-৯’ মহাকাশে পাঠানো হয়েছে।

ভার্জিনিয়া নরউড। তাঁকে ‘মাদার অব ল্যান্ডস্যাট’ বলা হয়। তিনি ল্যান্ডসেটের মাল্টিস্পেকট্রাল স্ক্যানারের নকশা করেছেন

ল্যান্ডসেটে থাকা যন্ত্রপাতি মহাকাশ থেকে পৃথিবীর লাখ লাখ ছবি তুলে পাঠিয়েছে। এ কর্মসূচির প্রথম কৃত্রিম উপগ্রহ ল্যান্ডসেট-১–এর মূল নাম ছিল ‘আর্থ রিসোর্সেস টেকনোলজি স্যাটেলাইট-১’। এটি দুইটি মূল যন্ত্র নিয়ে গিয়েছিল মহাকাশে। একটি হলো রেডিও করপোরেশন অব আমেরিকার একটি ক্যামেরা। এই ক্যামেরা রিটার্ন বিম ভিডিকন (আরবিভি) হিসেবে পরিচিত। অপর যন্ত্রটি হলো মাল্টি স্পেকট্রাল স্ক্যানার (এমএসএস)। স্ক্যানারটি তৈরি করেছিল হিউজ এয়ারক্র্যাফট কোম্পানি। ল্যান্ডসেট ১ ১৯৭৮ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ৫ বছর ৬ মাস ১৪ দিন সময়কাল মহাকাশ প্রদক্ষিণ করে।