নিজ থেকে ঠান্ডা হতে সক্ষম কুলিং প্রসেসর তৈরি করছেন বিজ্ঞানীরা
নিজ থেকে ঠান্ডা হতে সক্ষম কুলিং প্রসেসর তৈরি করছেন বিজ্ঞানীরা

স্মার্টফোন ঠাণ্ডা রাখার প্রযুক্তি আসছে

দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের করলে অনেকের ফোনসেট গরম হয়ে যায়। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি ফোনের ব্যাটারিরও ক্ষতি হয় বেশ। এমনকি এ সমস্যার কারণে ফোন হ্যাং হওয়ার পাশাপাশি হঠাৎ বন্ধও হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানে নিজ থেকে ঠান্ডা হতে সক্ষম কুলিং প্রসেসর তৈরি করছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সএমইএমএসের বিজ্ঞানীরা। নতুন প্রসেসরটি ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে বলে দাবি করেছেন তাঁরা।

ক্রেডিট কার্ডের চেয়ে কিছুটা বেশি পুরুত্বের নতুন প্রসেসরটি ফোনের খোলা অংশ থেকে ঠান্ডা বাতাসে টেনে গরম বাতাসকে বাইরে ঠেলে দেবে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করা হলেও কুলিং চিপটির কারণে ফোনের তাপমাত্রা বাড়বে না। ভবিষ্যতে ফোনের পাশাপাশি ভিআর হেডসেট, সলিড-স্টেট ড্রাইভ ও ওয়্যারলেস চার্জারেও ব্যবহার করা যাবে কুলিং চিপটি।

এক্সএমইএমএসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ জিয়াং জানিয়েছেন, নতুন কুলিং প্রসেসরটি মোবাইল প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। পাতলা যন্ত্রের তাপ ব্যবস্থাপনায় এই প্রসেসর ভালোভাবে কাজ করতে পারে। ফলে প্রসেসরনির্ভর এআই অ্যাপ্লিকেশন চালাতে যে সমস্যা আছে, তা সমাধান করা যাবে। ২০২৫ সালের শুরুতে স্মার্টফোন নির্মাতাদের কাছে কুলিং প্রসেসরের নমুনা দেওয়া হবে। ফলে ২০২৬ সালে কুলিং প্রসেসরে চলা স্মার্টফোন বাজারে আসতে পারে।  

সূত্র: লাইভ সায়েন্স