চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, কম্পিউটার যন্ত্রাংশের দরদাম একই রকম রয়েছে। শুধু তা-ই নয়, গত কয়েক সপ্তাহের মতো হার্ডডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) ও মাদারবোর্ড সরবরাহেও কোনো ঘাটতি নেই বাজারে। তবে একাধিক বিক্রেতা জানিয়েছেন, এ সপ্তাহে কম্পিউটার যন্ত্রাংশের বিক্রি আগের সপ্তাহের তুলনায় বেশ কম হয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।
ইন্টেল: কোর আই ৯ [৬.০০ গিগাহার্টজ (গি.হা.)] ১৪ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৯ (৫.৮০ গি.হা.) ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৫২ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৯ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৬ হাজার ২০০ টাকা এবং কোর আই ৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন-৯ ৭৯০০এক্স (৪.৭০-৫.৬০ গি.হা.) ৪৯ হাজার ৫০০ টাকা, রাইজেন-৭ ৫৭০০জি (৩.৮-৪.৬ গি.হা.) ২১ হাজার ৫০০ টাকা, রাইজেন-৭ ৭৭০০এক্স (৪.৫০-৫.৪০ গি. হা.) ৩২ হাজার ৫০০ টাকা এবং রাইজেন-৫ ৫৬০০জি (৩.৯০-৪.৪০ গি.হা.) ১৪ হাজার টাকা।
আসুস: ইএক্স-এইচ৬১০এম-ভি৩ ডিডিআর৪ ১০ হাজার ৯০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস ডিডিআর৪ ১৯ হাজার ৫০০ টাকা।
গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স ডিডিআর৪ ইন্টেল মাদারবোর্ড ১৯ হাজার ২০০ টাকা, গিগাবাইট বি৪৫০এম ডিএস৩এইচ ভি২ ডিডিআর৪ এএমডি মাদারবোর্ড ১২ হাজার টাকা।
এমএসআই: প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার ৮০০ টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার টাকা।
ট্রানসেন্ড: জেটর্যাম ৪ জিবি (ডিডিআর ৪) ১ হাজার ৬০০ টাকা, জেটর্যাম ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৪০০ টাকা।
করসার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ২ হাজার ৫৯০ টাকা, ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ জিবি ৪ হাজার ৩৯০ টাকা।
জিস্কিল: ট্রাইডেন্ট জেড ৩২০০ মেগাহার্টজ ৪ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৬০০ টাকা।
গিগাবাইট: অরাস ১৬ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্টজ ৭ হাজার ২০০ টাকা।
টুইনমস: ডিডিআর-৩ ১৬০০ বাস ৪ জিবি ১ হাজার ৩৫০ টাকা, ডিডিআর-৪ ২৪০০ মেগাহার্টজ ১ হাজার ৪০০ টাকা, ডিডিআর-৩ ১৬০০ বাস ৮ জিবি ১ হাজার ৯৯০ টাকা, ডিডিআর-৪ ২৪০০ মেগাহার্টজ ৮ জিবি ২ হাজার ৩০০ টাকা।
ওয়েস্টার্ন ডিজিটাল: ব্লু৭২০০আরপিএম ১ টে.বা. ৪ হাজার ৬০০ টাকা, ব্লু ২ টে.বা. ৭২০০ আরপিএম ৬ হাজার ৯০০ টাকা, পার্পল ৪ টে.বা. ৫৪০০ আরপিএম সার্ভেলেন্স হার্ডডিস্ক ৯ হাজার ৪০০ টাকা।
সিগেট: বারাকুডা ১ টেরাবাইট (টে.বা.) ৫ হাজার টাকা, বারাকুডা ২ টে.বা. ৮ হাজার টাকা।
তোশিবা: ১ টে.বা. ৭২০০ আরপিএম ৫ হাজার ১০০ টাকা, ২ টে.বা. তোশিবা পি৩০০ ৭২০০ আরপিএম ৬ হাজার ৭০০ টাকা।
স্যামসাং: ৮৭০ ইভো ৫০০ জিবি সাটা ৩ (SATA 3) ৬ হাজার ৮০০ টাকা, ৯৭০ ইভো প্লাস ৫০০ জিবি ৭ হাজার ৮০০ টাকা, ৯৮০ প্রো ৫০০ জিবি এনভিএমই পিসিআইই জেন৪ ৮ হাজার ৫০০ টাকা।
এইচপি: এস৭০০ ১২০ জিবি ২ হাজার টাকা, এস৭০০ প্রো ১২৮ জিবি ২ হাজার ৮০০ টাকা, এস৭০০ ২৫০ জিবি ৩ হাজার ৫০ টাকা, ইএক্স৯০০ ৫০০ জিবি ৪ হাজার ৩০০ টাকা।
এইচপি: ১৯.৫ ইঞ্চি পি২০৪ভি ১১ হাজার টাকা, ২১.৫ ইঞ্চি ভি২২ভি জি৫ ফুল এইচডি ১১ হাজার টাকা, ২১.৫ ইঞ্চি এম২২এফ ১৪ হাজার ৮০০ টাকা, ২৪ ইঞ্চি এম২৪এফ ২১ হাজার ৮০০ টাকা।
ডেল: ১৮.৫ ইঞ্চি ডি১৯১৮এইচ ১০ হাজার ৫০০ টাকা, ১৯.৫ ইঞ্চি ডি২০২০এইচ ১০ হাজার ৫০০ টাকা, ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১৩ হাজার টাকা।
এমএসআই: প্রো এমপি২২৩ ২১.৫ ইঞ্চি ফুল এইচডি ১০ হাজার ২০০ টাকা, জি২৪সি৪ ই২ ২৩.৬ ইঞ্চি ফুল এইচডি কার্ভড ২৩ হাজার ৫০০ টাকা, প্রো এমপি২৫১ ২৪.৫ ইঞ্চি ফুল এইচডি ১৭ হাজার ৭০০ টাকা।
এলজি: ২২এমপি৪০০-বি ২২ ইঞ্চি ১০ হাজার ২০০ টাকা, ২২এমকে৬০০এম ২১.৫ ইঞ্চি ১৩ হাজার টাকা, ২৪জিএন৬০আর-বি ২৪ ইঞ্চি ফুল এইচডি ২৬ হাজার টাকা।
স্যামসাং: এলএস২২সি৩১০ইএই ২২ ইঞ্চি ১৩ হাজার ১৯০ টাকা।
গিগাবাইট: জিটি ১০৩০ ২ জিবি ১০ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ইগল ওসি ৮ জিবি ৬৩ হাজার ২০০ টাকা এবং আরটিএক্স ৪০৭০ ইগল ওসি ১২ জিবি ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
আসুস: ডুয়াল রেডিয়ন আরএক্স ৫৬০ ৪ জিবি ১৬ হাজার ২০০ টাকা, ডুয়াল রেডিয়ন আরএক্স ৭৬০০ ভি২ ওসি ৪৫ হাজার ৫০০ টাকা।
এমএসআই: জিটিএক্স ১৬৫০ ডি৬ ৪ জিবি ১৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৬০ ভেনটাস ওসি ১২ জিবি ৩৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ভেনটাস ওসি ১৬ জিবি ৬০ হাজার টাকা।
ওয়েস্টার্ন ডিজিটাল: মাই পাসপোর্ট ১ টেরাবাইট (টে.বা.) ৫ হাজার ৬০০ টাকা, মাই পাসপোর্ট ২ টে.বা. ৭ হাজার ৫৯০ টাকা, মাই পাসপোর্ট ৪ টে.বা. ১১ হাজার ৪৫০ টাকা।
তোশিবা: ক্যানভিও বেসিক এ৫ ১ টে.বা. ৫ হাজার ৫০০ টাকা, ক্যানভিও বেসিক এ৫ ২ টে.বা. ৭ হাজার ৬০০ টাকা।
এডাটা: এইচডি ৭১০ প্রো ২ টে.বা. ৮ হাজার ৯০০ টাকা এবং এইচডি ৩৩০ ৪ টে.বা. ১৪ হাজার টাকা।
ট্রানসেন্ড: স্টোরজেট ২৫এইচ৩ ১ টে.বা. ৬ হাজার ৩৫০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩ ২ টে.বা. ৯ হাজার ২০০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টে.বা. ১৪ হাজার ৪০০ টাকা।
লজিটেক: কে১২০ ৭২৫ টাকা, কে৩৮০ মাল্টি ডিভাইস ব্লুটুথ ৩ হাজার ৩০০ টাকা, কে২৭০ ওয়্যারলেস ২ হাজার ৬৫০ টাকা।
এফোরটেক: কেআরএস-৮২ ৮৯০ টাকা, এফকে১১ ৯৫০ টাকা, এফবিকে২৫ ব্লুটুথ এবং ইউএসবি ১ হাজার ৭০০ টাকা।
হ্যাভিট: কেবি২৭১ আলট্রা থিন ৫০০ টাকা, কেবি২৭৫এল গেমিং ৯২০ টাকা, কেবি৪৮৮এল গেমিং ১ হাজার ৫০ টাকা, কেবি ৪৮৭এল গেমিং ১ হাজার ৩৬০ টাকা।
রয়েল ক্লুজ: আরকে৭১ ডুয়াল মোড গেমিং ৩ হাজার ৯০০ টাকা, আরকে ৮৪ ট্রাই মোড গেমিং ৪ হাজার ৯০০ টাকা।
এইচপি: ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ২৭৭৫ (রঙিন) ৮ হাজার ৫০০ টাকা, ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ২৩৩৬ (রঙিন) ৭ হাজার ৪০০ টাকা।
ইপসন: ইকোট্যাঙ্ক এল৩২১০ ১৮ হাজার টাকা(রঙিন), ইকোট্যাঙ্ক এল৩২৫০ ২১ হাজার ৫০০ টাকা (রঙিন)।
ক্যানন: পিক্সমা জি১০১০ (রঙিন) ১৪ হাজার ৯৫০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ লেজার প্রিন্টার (সাদা-কালো) ১৫ হাজার টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ডব্লিউ লেজার প্রিন্টার (সাদা-কালো) ১৬ হাজার ৫০০ টাকা।
সাধারণ কেসিং ১ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা।
গেমিং কেসিং ৪ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ৮০০ টাকা।
ম্যাক্সগ্রিন: এমজি সিলভার (৬৫০ ভিএ) ৩ হাজার ৪০০ টাকা, এমজি-এলআই-ইএপি (১২০০ ভিএ) ৬ হাজার ৭৫০ টাকা।
অ্যাপোলো: ১০৬৫ এ/১০৬৫ (৬৫০ ভিএ) ৩ হাজার ২০০ টাকা, ১১২০এফ (১২০০ভিএ) ৬ হাজার ৬০০ টাকা এবং ১২৪০ (২০০০ ভিএ) ১১ হাজার ৮০০ টাকা।
ডিজিটাল এক্স: ৬৫০ ভিএ ৩ হাজার ২০০ টাকা, ৮৫০ ভিএ ৪ হাজার ১০০ টাকা।
ক্যাসপারস্কি: ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ১ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ৬০০ টাকা, ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ৩ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ১ হাজার ২২৫ টাকা, ক্যাসপারস্কি টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ১ হাজার টাকা।
ইসেট: এনওডি৩২ অ্যান্টিভাইরাস ১ ব্যবহারকারী (১ বছর) ৪৫০ টাকা, ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (৩ বছর) ১ হাজার ১৫০ টাকা, স্মার্ট সিকিউরিটি প্রিমিয়াম ১ ব্যবহারকারী (১ বছর) ২ হাজার ২৫০ টাকা।
বিটডিফেন্ডার: ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৫৭৫ টাকা, টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৮৫০ টাকা।
পান্ডা: ডোম অ্যাডভান্স ১ ব্যবহারকারী (১ বছর) ৬০০ টাকা, ডোম অ্যাডভান্স ইন্টারনেট সিকিউরিটি ৩ ব্যবহারকারী (১ বছর) ১ হাজার ৩০০ টাকা।
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সার্ভিস চার্জ সংযোজিত হবে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত যন্ত্রাংশের দামে হেরফের হতে পারে।