যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজ প্রথম পুরোপুরি ট্রানজিস্টরনির্ভর কম্পিউটার নির্মাণ সম্পন্ন করার ঘোষণা দেয়।
১৪ মার্চ ১৯৫৫
পুরোপুরি ট্রানজিস্টরনির্ভর প্রথম কম্পিউটার
যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজ প্রথম পুরোপুরি ট্রানজিস্টরনির্ভর কম্পিউটার নির্মাণ সম্পন্ন করার ঘোষণা দেয়। ট্র্যাডিক নামের এই কম্পিউটারকে ‘জায়ান্ট ব্রেন’ নামেও ডাকা হয়। ট্র্যাডিক (টিআরএডিআইসি) নামের পূর্ণরূপ হলো ট্রানজিস্টর ডিজিটাল কম্পিউটার বা ট্রানজিস্টরাইজড এয়ারবর্ন ডিজিটাল কম্পিউটার। ট্র্যাডিকে ছিল প্রায় ৮০০ ট্রানজিস্টর। সেই সময়ে প্রচলিত ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। ট্রানজিস্টরের ব্যবহারে ১০০ ওয়াটের কম বিদ্যুৎ খরচে কম্পিউটারটি চালানো যেত। তুলনা করলে ভ্যাকুয়াম টিউবের কম্পিউটারের ২৯ ভাগের এক ভাগ বিদ্যুৎ খরচ হতো ট্রাডিক কম্পিউটারে।
১৪ মার্চ ১৯৫৬
টেট্রিস গেমের স্রষ্টা আলেক্সি পাশোৎনভের জন্ম
পাজল ঘরানার সর্বকালের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম টেট্রিসের স্রষ্টা আলেক্সি লিওনিদোভিচ পাশোৎনভ রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন। এই রুশ–মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ভিডিও গেম ডিজাইনার ১৯৮৫ সালে টেট্রিস ভিডিও গেমের নকশা করেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একাডেমি অব সায়েন্সেসের দোরাদনিৎসিন কম্পিউটিং কেন্দ্রে কাজ করার সময় তিনি এর উন্নয়ন করেন।
১৯৯১ সালে আলেক্সি লিওনিদোভিচ পাশোৎনভ যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে পাশোৎনভ ডাচ ভিডিও গেম ডিজাইনার হেঙ্ক রজারসের সঙ্গে দ্য টেট্রিস কোম্পানি প্রতিষ্ঠা করনে। টেট্রিস গেম তুমুল জনপ্রিয়তা পেলেও পাশোৎনভ গেম বিক্রি থেকে কোনো রয়্যালটি গ্রহণ করেননি। টেট্রিসের মতো গেম পরে বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করে।