বিজার্নি স্টার্সট্রাপ
বিজার্নি স্টার্সট্রাপ

সি++ প্রোগ্রামিং ভাষার জনক বিজার্নি স্টার্সট্রাপের জন্ম

৩০ ডিসেম্বর, ১৯৫০

সি++ প্রোগ্রামিং ভাষার জনক বিজার্নি স্টার্সট্রাপের জন্ম

কম্পিউটার প্রোগ্রাম লেখার জনপ্রিয় সি++ প্রোগ্রামিং ভাষার জনক বিজার্নি স্টার্সট্রাপ ১৯৫০ সালের এই দিনে ডেনমার্কে জন্মগ্রহণ করেন।

৩০ ডিসেম্বর ১৯৬৮

সাবির ভাটিয়ার জন্ম

১৯৯৬ সালের ৪ জুলাই সহকর্মী জ্যাক স্মিথের সঙ্গে যৌথভাবে হটমেইল প্রতিষ্ঠা করেন সাবির ভাটিয়া।

৩০ ডিসেম্বর, ১৯৫০

সি++ প্রোগ্রামিং ভাষার জনক বিজার্নি স্টার্সট্রাপের জন্ম

কম্পিউটার প্রোগ্রাম লেখার জনপ্রিয় সি++ প্রোগ্রামিং ভাষার জনক বিজার্নি স্টার্সট্রাপ ১৯৫০ সালের এই দিনে ডেনমার্কে জন্মগ্রহণ করেন। সি ++ প্রোগ্রামিং ভাষা নিয়ে উল্লেখযোগ্য বেশ কয়েকটি প্রকাশনাও রয়েছে স্টার্সট্রাপের। পেশায় কম্পিউটারবিজ্ঞানী স্টার্সট্রাপকে সি++ প্রোগ্রামিং ভাষা তৈরির জন্য বেশ কিছু পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সেসবের মধ্য উল্লেখযোগ্য হলো এসিএম গ্রেস ম্যুরে হপার অ্যাওয়ার্ড (১৯৯২), আইইইই কম্পিউটার সোসাইটি ২০০৪ কম্পিউটার এন্টারপ্রিনিউর অ্যাওয়ার্ড (২০০৪), উইলিয়াম প্রক্টর প্রাইজ ফর সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট (২০০৫) ইত্যাদি।

সাবির ভাটিয়া

৩০ ডিসেম্বর ১৯৬৮

হটমেইলের সহপ্রতিষ্ঠাতা সাবির ভাটিয়ার জন্ম
হটমেইলের সহপ্রতিষ্ঠাতা সাবির ভাটিয়ার জন্মদিন আজ। ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর ভারতের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করা সাবির ভাটিয়া ছিলেন অ্যাপল কম্পিউটারের হার্ডওয়্যার প্রকৌশলী। সেখানে কাজ করার সময় ১৯৯৬ সালের ৪ জুলাই সহকর্মী জ্যাক স্মিথের সঙ্গে যৌথভাবে হটমেইল প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৯৭ সালে ৪০ কোটি ডলারের বিনিময়ে হটমেইল কিনে নেয় মাইক্রোসফট, যা বর্তমানে আউটলুক নামে পরিচিত।

সূত্র: কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া