জন বার্কলি রজার
জন বার্কলি রজার

গাণিতিক যুক্তিবিদ রজারের জন্ম

৬ ডিসেম্বর ১৯০৭

গাণিতিক যুক্তিবিদ জন বার্কলি রজার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে জন্মগ্রহণ করেন।

৬ ডিসেম্বর ২০০২

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি) ব্যবসার পুরোটা কিনে নেয় হিটাচি করপোরেশন।

৬ ডিসেম্বর ১৯০৭
গাণিতিক যুক্তিবিদ রজারের জন্ম
গাণিতিক যুক্তিবিদ জন বার্কলি রজার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে জন্মগ্রহণ করেন। রজার ১৯৩৪ সালে তাঁর শিক্ষক অ্যালোনজো চার্চের তত্ত্বাবধানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে যুক্তিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গণিতের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের সম্ভাবনা এবং ভবিষ্যতের কম্পিউটিংয়ে যুক্তির প্রভাব সম্পর্কে অনেক আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন রজার। তিনি চার্চ-রজার সূত্র তৈরিতে অবদান রাখেন। কম্পিউটারবিজ্ঞানে এই সূত্র প্রকৌশলবিদ্যার থার্মোডাইনামিকসের দ্বিতীয় সূত্রের মতো ভূমিকা রেখেছিল। রজার করনেল ও উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তিনি অ্যাসোসিয়েশন অব সিম্বলিক লজিক অ্যান্ড এসআইএএমের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বার্কলি রজার মারা যান।

জাপানে আইবিএমের ফুজিসাওয়া কারখানা বর্ধিত করে তৈরি হয় এইচজিএসটির কারখানা

৬ ডিসেম্বর ২০০২
আইবিএমের হার্ডডিস্ক ব্যবসা কিনে নেয় হিটাচি
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি) ব্যবসার পুরোটা কিনে নেয় জাপানের হিটাচি করপোরেশন। ২০৫ কোটি মার্কিন ডলারে এই বেচাকেনার পর হিটাচি গ্লোবাল স্টোরেজ টেকনোলজিস (এইচজিএসটি) প্রতিষ্ঠা করা হয়। হার্ডডিস্ক–সংক্রান্ত আইবিএমের যত পেটেন্ট ও মেধাস্বত্ব ছিল, সেগুলোর সব এই নতুন প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করা হয়।