গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে টেসলার তৈরি রোবোট্যাক্সি ও রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মালিক ইলন মাস্ক। ‘উই রোবট’ নামের এ অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি টেসলার তৈরি রোবোভ্যান উন্মোচন করলেও সেগুলো বাজারে আসার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি। আর এতে খুবই হতাশ হয়েছেন টেসলার বিনিয়োগকারীরা। ফলে অনুষ্ঠানের পরপরই টেসলার শেয়ারের দাম ৯ শতাংশ কমে যাওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি মার্কিন ডলার কমে গেছে। তবে দেড় হাজার কোটি মার্কিন ডলার হারালেও এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। আর তাই বাজার বিশ্লেষকদের ধারণা, ইলন মাস্কের কথামতো নির্দিষ্ট সময়ে বাজারে না-ও আসতে পারে রোবোট্যাক্সি ও রোবোভ্যান। আর এ কারণেই মূলত হতাশ হয়েছেন টেসলার বিনিয়োগকারীরা।
প্রসঙ্গত, ‘উই রোবট’ অনুষ্ঠানে রোবোট্যাক্সি ও রোবোভ্যান প্রদর্শন করা হলেও গাড়িগুলোর বিস্তারিত কারিগরি তথ্য জানাননি ইলন মাস্ক। অনুষ্ঠানে তিনি জানান, ২০২৬ সালের প্রথম দিকে রোবোট্যাক্সির উৎপাদন শুরু হবে এবং ২০২৭ সালে বাজারে পাওয়া যাবে। তবে ২০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম রোবোভ্যান কবে নাগাদ বাজারে আসবে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া