‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইয়ের প্রচ্ছদ
‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইয়ের প্রচ্ছদ

ফ্রিল্যান্সার গড়ার কারিগরকে নিয়ে উপন্যাস

বহুজাতিক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন ঝিনাইদহের শামীম হুসাইন। বেতন ছিল লাখ টাকার মতো। অর্থনৈতিকভাবে সচ্ছলতা পেলেও নিজ গ্রামের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। আর তাই বহুজাতিক প্রতিষ্ঠানে সাত বছর সাফল্যের সঙ্গে কাজ করার পর চাকরি ছেড়ে গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন শামীম হুসাইন। সেই থেকে শুরু। এরপর প্রায় ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন তিনি। সেই তরুণ-তরুণীরা এখন দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছেন। নিজের স্বপ্ন পূরণের পথে এখনো কাজ করে চলেছেন শামীম হুসাইন। শামীম হুসাইনের দীর্ঘ এ পথচলা ও সংগ্রামের কথা উপন্যাসের মাধ্যমে সবার কাছে তুলে ধরেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ উপন্যাস সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘শামীম এক পাগলাটে তরুণ। যে ধরনের চাকরি পাওয়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তেমনি এক চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে গেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেখানে বসে হাজার হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে ফিল্যান্সাররা দেশের জন্য অবদান রাখছে—এতেই শামীমের প্রশান্তি। বইটি শামীমকে উপজীব্য করে লেখা হলেও পাঠক এখানে উপন্যাসের স্বাদ পাবেন। এর সবচেয়ে বড় কারণ শামীমের জীবন। তাঁর জীবনটিই উপন্যাসের মতো।’

নিজেকে নিয়ে লেখা উপন্যাসের বিষয়ে শামীম হুসাইন বলেন, ‘আমাকে নিয়ে একটি উপন্যাস লেখা হতে পারে, এমন কল্পনাও করিনি কোনো দিন। লেখক রাহিতুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ, এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আরও অনেক অসমাপ্ত স্বপ্ন রয়েছে আমার। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে চাই আজীবন।’

প্রতিভাষা প্রকাশন থেকে প্রকাশিত ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শীর্ষক বইটির মূল্য ৩০০ টাকা। বিভিন্ন বইয়ের দোকানের পাশাপাশি অনলাইনে প্রথমা ডটকম থেকে কেনা যাবে বইটি।