অনুষ্ঠানের দাওয়াতপত্রে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে অ্যাপল লোগো
অনুষ্ঠানের দাওয়াতপত্রে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে অ্যাপল লোগো

নতুন আইফোন কবে আসবে, জানাল অ্যাপল

প্রতিবছরই সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষায় থাকেন অ্যাপলপ্রেমীরা। কারণ, এ মাসেই ঘোষণা দেওয়া হয় নতুন আইফোনের। তবে আগস্ট মাস শেষ হতে চললেও নতুন মডেলের আইফোন উন্মোচন অনুষ্ঠান কবে হবে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিল অ্যাপল। তাই বেশ কিছুদিন ধরেই অনুষ্ঠানের তারিখ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছিল তুমুল জল্পনাকল্পনা। অবশেষে প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোন উন্মোচন করা হবে।

অ্যাপলের তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে শুরু হবে ‘অ্যাপল স্পেশাল ইভেন্ট’। এ অনুষ্ঠানেই নতুন মডেলের আইফোন উন্মোচন করা হবে। তবে বরাবরের মতোই নতুন আইফোনের মডেল ও প্রযুক্তির বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে ‘আইফোন ১৬’, ‘আইফোন ১৬ প্লাস’, ‘আইফোন ১৬ প্রো’ ও ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ নামে চারটি মডেলের আইফোন আনবে অ্যাপল।

অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের নতুন সংস্করণও আনা হতে পারে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন মডেলের আইফোনসহ বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে