জার্মানির বার্লিনে গতকাল শুক্রবার শুরু হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা আইএফএ (দ্য ইন্টারন্যাশনাল ফুংকাশটেলন)। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই আয়োজন। আইএফএ মেলায় বিশ্বের বড় বড় ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তাই প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে বার্লিন।
লেনোভো, কোয়ালকম, ইন্টেল, এএমডির মতো অগ্রগামী কম্পিউটার ও মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির এই উৎসবে ভোক্তাদের নজরকাড়ার প্রতিযোগিতায় মেতেছে। মেলায় নির্মাতারা মূলত এআইভিত্তিক পারসোনাল কম্পিউটার এবং এনপিইউর (নিউরাল প্রসেসিং ইউনিট) নতুন নতুন উদ্ভাবন তুলে ধরছেন। এআই প্রযুক্তির একটি বিশেষায়িত শাখা হলো নিউরাল নেটওয়ার্ক। প্রচলিত সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) ও জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) প্রযুক্তির তুলনায় নতুন এই এনপিইউ প্রযুক্তি নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং হিসাব–নিকাশ বেশি দক্ষতার সঙ্গে করতে পারে। ফলে এনপিইউ–সমৃদ্ধ পারসোনাল কম্পিউটার আরও ভালোভাবে এআই প্রযুক্তির সুবিধা নিতে পারে।
ব্যাটারি সক্ষমতার দিক থেকে ইন্টেল প্রতিদ্বন্দ্বী মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি ও কোয়ালকমের কাছে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আসছে। এই পরিপ্রেক্ষিতে ইন্টেল পরবর্তী প্রজন্মের নতুন প্রসেসর কোর আলট্রা ২০০ভি উন্মোচন করেছে এই মেলায়, যা আগে ‘লুনার লেক’ নামে পরিচিত ছিল। ইন্টেলের দাবি, এই সিরিজ কার্যকারিতার দিক থেকে প্রায় সব বিবেচনাতেই অনেক উন্নত। লেনোভো, এসার, ডেলসহ কম্পিউটার নির্মাতা বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে ইন্টেলের এই নতুন প্রসেসরভিত্তিক ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে।
দীর্ঘদিন ধরেই মুঠোফোনের মাইক্রোচিপ বাজার কোয়ালকমের দখলে। বার্লিনে স্ন্যাপড্রাগন এক্স প্লাস ৮-কোর এআই প্রসেসর উন্মোচন করে প্রতিষ্ঠানটি কম্পিউটার বাজারেও ইনটেল, এএমডি ও অ্যাপলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলো। সাধারণত এআই অ্যালগোরিদম ক্লাউডে প্রক্রিয়া করা হয়। তবে এআই প্রসেসর এই কাজ সরাসরি প্রসেসরের হার্ডওয়্যারেই করে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এআই পারসোনাল কম্পিউটারের প্রতি ঝোঁক সৃষ্টি করতে কোয়ালকমের ভূমিকা নেতৃস্থানীয়। কোয়ালকম জানিয়েছে, তাদের এই প্রসেসর লম্বা সময় ব্যাটারিতে চার্জ ধরে রাখবে।
অন্যদিকে সংখ্যাগত দিক থেকে সবচেয়ে বড় পারসোনাল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ইন্টেলের প্রসেসেরসহ এনেছে তাদের সর্বাধুনিক কোপাইলট প্লাস ল্যাপটপ ‘অরা এডিশন’। হালকা ওজন, দীর্ঘ সময় চার্জ ধরে রাখার ব্যাটারি, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, উন্নত ভিডিও কলের সুবিধা, নিবিষ্টভাবে কাজের সুবিধা, স্মার্টফোনের সঙ্গে উন্নত ‘স্মার্ট শেয়ার’ পদ্ধতি এই ল্যাপটপের মূল আকর্ষণ।
লেনোভো ‘অটো টুইস্ট এআই পিসি’ নামের একটি হাইব্রিড মডেলের ল্যাপটপ প্রদর্শন করছে মেলা। যদিও তারা এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেয়নি। কথা বলে নির্দেশ দিয়ে এটিকে ট্যাবলেট মোডে নিয়ে যাওয়া যায়। অন্যদিকে এসার ‘প্রোজেক্ট ডুয়ালপ্লে’ নামক একটি নতুন গেমিং ল্যাটটপ উন্মোচন করেছে মেলায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস