অতিথিদের সঙ্গে আইসিপিসি ঢাকা সাইটের চ্যাম্পিয়ন দল
অতিথিদের সঙ্গে আইসিপিসি ঢাকা সাইটের চ্যাম্পিয়ন দল

আইসিপিসি ঢাকা সাইটে চ্যাম্পিয়ন শাহজালাল বিশ্ববিদ্যালয়

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গতকাল শনিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) এশিয়া আঞ্চলিক ঢাকা সাইট আসরে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এ প্রতিযোগিতায় বাংলাদেশের ১৪৮টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০৬টি দল অংশ নেয়। কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় প্রতি দলে তিনজন প্রোগ্রামার ও একজন করে কোচ অংশ নেন। ঢাকা সাইটের প্রতিযোগিতায় সেরা তিনটি দল ২০২৫ সালে অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। ঢাকা সাইটের আয়োজনে সহযোগিতা করেছে  তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পৃষ্ঠপোষক ছিল ডাচ্–বাংলা ব্যাংক এবং কারিগরি ও যন্ত্রপাতি সহায়তা করেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর বিল পাউচার প্রতিযোগিতার উদ্বোধন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতার নিয়ম–কানুন ঘোষণা করেন ঢাকা সাইটের কনটেস্ট ডিরেক্টর সৈয়দ আকতার হোসেন ও প্রতিযোগিতার প্রধান বিচারক শাহরিয়ার মঞ্জুর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটির প্রেসিডেন্ট দয়াল কুমার বড়ুয়া এবং ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট চ্যান জো জিম।

বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাচ্‌–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। ফলাফল ঘোষণা করেন শাহরিয়ার মঞ্জুর।

আইসিপিসির ঢাকা সাইটের প্রতিযোগিতায় ৭টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন  হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ফ্যানাটিকস’ দল। সমসংখ্যক সমস্যার সমাধান করে সময়ের ব্যবধানে প্রথম রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সিংগুলারিটি’ এবং ৬টি সমাধান করে দ্বিতীয় রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ প্রিমরডিয়াস’ দল। এই তিনটি দল আইসিপিসির চূড়ান্ত পর্বে (ওয়ার্ল্ড ফাইনালস) অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।

আইসিপিসির পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের  জন্য আয়োজনে করা হয় ‘জুনিয়র কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট’। এতে ১০টি স্কুলের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ব্রিজ স্কুলের তাজোয়ার আমান খান। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ফাইজিন হক দ্বিতীয়, শাহীর কুদরত তৃতীয়, মোহাম্মদ সোলাইমান চতুর্থ, মোহাম্মদ জুনাইদ ইব্রাহীম পঞ্চম, আরমান শুদ্ধ হোসেন ষষ্ঠ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ইলহাম সাজিদ সপ্তম, ফারহান একরাম অষ্টম, আবরার ফাইয়াজ খান নবম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের মাহির তাজওয়ার দশম স্থান অর্জন করে।