ভিডিও–অডিও সম্পাদনার নতুন টুল চালু করেছে টিকটক
ভিডিও–অডিও সম্পাদনার নতুন টুল চালু করেছে টিকটক

টিকটকে চালু হলো ভিডিও–অডিও সম্পাদনার নতুন টুল

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। বিষয়টি মাথায় রেখে দ্রুত ভিডিও, শব্দ ও বার্তা সম্পাদনার জন্য নতুন টুল চালু করেছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটকের তথ্যমতে, নতুন টুলের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিওর গতি কমবেশি করতে পারবেন। শুধু তা-ই নয়, ভিডিওতে ব্যবহারের জন্য অডিও ক্লিপের পছন্দের অংশ বা সাউন্ড ইফেক্টের সময়ও নির্ধারণ করা যাবে। ফলে বর্তমানের তুলনায় আরও দ্রুত ভালো মানের ভিডিও তৈরি করা সম্ভব হবে।

টিকটকে অনেক আগে থেকে ভিডিও সম্পাদনার সুযোগ মিললেও নতুন এ টুলে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। এসব সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই বিভিন্ন ক্লিপ ঘুরিয়ে বা জুম করে ভিডিওতে যুক্ত করতে পারবেন। ক্লিপগুলোতে বিভিন্ন লেখার পাশাপাশি ছবিও ব্যবহার করা যাবে।

আজ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পাদনা টুলটি ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারী এ সুযোগ পাবেন। সম্প্রতি অ্যাড রেভিনিউ শেয়ার প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে টিকটক। এ উদ্যোগের আওতায় ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়ের অর্ধেকই ভিডিও নির্মাতাদের দেবে টিকটক। ফলে নতুন সম্পাদনা টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় বেশি ভিডিও পোস্ট করে টিকটক থেকে আয় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিনেট, নাইনটুফাইভম্যাক