সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কমবয়সীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। এবার নিজেদের রিলস ভিডিওর সংখ্যা বাড়াতে ‘রিমিক্স ফটোস’ নামের নতুন সুবিধা চালু করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি।
নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা নিজেদের পোস্ট করা একাধিক ছবি দিয়ে সহজেই রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, রিমিক্স ভিডিওগুলো সরাসরি রিলসে প্রচারও করা যাবে। ফলে রিলসে ভিডিও ও ব্যবহারকারীর সংখ্যা বাড়বে।
রিমিক্স ভিডিও তৈরির সুযোগ সবার জন্যই থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে এ সুযোগ বন্ধও রাখতে পারবেন। শিগগিরই নতুন এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
সম্প্রতি টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের রিলস ফিচারে ভিডিও তৈরির সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম। বর্তমানে ইনস্টাগ্রামের রিলসে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। শুধু তা-ই নয়, পছন্দের অডিও ফাইলও ব্যবহারের সুযোগ মিলে থাকে।
সূত্র: দ্য ভার্জ