সিলিকনভিত্তিক প্রথম ট্রানজিস্টর আনে টেক্সাস ইনস্ট্রুমেন্টস
সিলিকনভিত্তিক প্রথম ট্রানজিস্টর আনে টেক্সাস ইনস্ট্রুমেন্টস

প্রযুক্তির এই দিনে, ১০ মে

এল সিলিকন ট্রানজিস্টর

প্রথম সিলিকিন ট্রানজিস্টর। সিলিকনভিত্তিক প্রথম জংশন (একাধিক সংযোগ) ট্রানজিস্টরের ঘোষণা দেয় টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনকরপোরেটেড। এর আগে ট্রানজিস্টর বায়ুশূন্য নল (টিউব) দিয়ে তৈরি হতো। আকারে যেমন বিশালাকার ছিল, তেমনি দামও ছিল অনেক বেশি।

১০ মে ১৯৫৪

এল সিলিকন ট্রানজিস্টর

সিলিকনভিত্তিক প্রথম জংশন (একাধিক সংযোগ) ট্রানজিস্টরের ঘোষণা দেয় টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনকরপোরেটেড। এর আগে ট্রানজিস্টর বায়ুশুণ্য নল (টিউব) দিয়ে তৈরি হতো। আকারে যেমন বিশালাকার ছিল, তেমনি দামও ছিল অনেক বেশি। সিলিকন ট্রানজিস্টরের দাম রাখা হয়েছিল মাত্র আড়াই ডলার।

টেক্সাস ইনস্ট্রুমেন্টসের গর্ডন টিল সিলিকনভিত্তিক নতুন ট্রানজিস্টরকে নিখুঁত রূপ দেন। ১৯৫৪ সালের ১০ মে টেক্সাস ইনস্ট্রুমেন্টস সিলিকন ট্রানজিস্টর বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ে। সেই দিনের সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই ট্রানিজস্টরকে ‘ইলেকট্রনিক মস্তিষ্ক (ব্রেইন)’ বলে অভিহিত করেছিল।

সনির বেটাম্যাক্স ভিডিও ক্যাসেট টেপ রেকর্ডার ও টেপ

১০ মে ১৯৭৫
সনি আনল বেটাম্যাক্স ভিডিও ক্যাসেট টেপ রেকর্ডার
১৯৭৫ সালের ১০ মে জাপানের সনি করপোরেশন বাজারে আনে বেটাম্যাক্স ভিডিও ক্যাসেট রেকর্ডার। অ্যানালগ যুগে ভিডিও চিত্র ধারণের জন্য এটি তুমুল জনপ্রিয় ছিল। একই সঙ্গে ভিডিও ধারণ করে সংরক্ষণের জন্য চৌম্বকীয় (ম্যাগনেটিক) ফিতার (টেপ) ক্যাসেট আনে সনি। ভোক্তা পর্যায়ে বেটাম্যাক্স দ্রুতই বাজার দখল করে নেয়। বেটাম্যাক্সের বিজ্ঞাপনে সনির স্লোগান ছিল ‘ওয়াচ হোয়াটএভার হোয়েনএভার’।
ভিডিও ধারণে ডিজিটাল প্রযুক্তি আসার পর মৃত্যু ঘটে বেটাম্যাক্স প্রযুক্তির। প্রায় ৪১ বছর পর ২০১৬ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে বেটাম্যাক্স ভিডিও ক্যাসেট রেকর্ডার ও ক্যাসেটের উৎপাদন বন্ধের ঘোষণা দেয় সনি।

১০ মে ২০১১

স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট
২০১১ সালের ১০ মে ৮৫০ কোটি ডলারে ভিডিও কল করার সফটওয়্যার স্কাইপ অধিগ্রহণ করার ঘোষণা দেয় শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন।
সূত্র: কম্পিউটার হোপ ও কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি