আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও ম্যাকের জন্য ক্রোম ব্রাউজারে নতুন চারটি হালনাগাদ এনেছে গুগল। ম্যাপস, অনুবাদ, গুগল ক্যালেন্ডার ও সার্চে এই হালনাগাদ যুক্ত হচ্ছে।
নতুন হালনাগাদগুলোতে ক্রোম ব্রাউজারে একটি অপশনের মাধ্যমে ছোট আকারে গুগল ম্যাপস দেখতে পারবেন। ফলে কোনো ঠিকানা দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারের বাইরে গিয়ে কোনো অ্যাপ থেকে মানচিত্রে অবস্থান দেখার প্রয়োজন হবে না। আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েব পেজ থেকেই ঠিকানা শনাক্ত করতে পারবে। শনাক্ত করা ঠিকানায় ব্যবহারকারী চাপলে একটি অপশনের মাধ্যমে ব্রাউজারেই ছোট আকারের গুগল ম্যাপস দেখা যাবে। আইফোন ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন।
আইওএস অপারেটিং সিস্টেমের গুগল ক্রোম ব্রাউজার থেকে সহজে ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করা যাবে। অন্য কোনো অ্যাপে না গিয়ে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্যালেন্ডার থেকে ইভেন্ট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। নির্ধারিত তারিখ শনাক্ত করে গুগল ক্যালেন্ডার অপশন যোগ করলে সেখানেই সময়, স্থান, বর্ণনাসহ ইভেন্ট তৈরি করা যাবে।
আইওএস অপারেটিং সিস্টেমের গুগল ক্রোম ব্রাউজারের অনুবাদ সুবিধা আরও উন্নত অভিজ্ঞতা দেবে। ক্রোম ব্রাউজারে ব্যবহারকারীর পছন্দসই ভাষায় ওয়েব পেজের অনুবাদ দেখা যাবে। এ ছাড়া ওয়েব পেজের কোনো সুনির্দিষ্ট অংশের অনুবাদ করা যাবে।
এ ছাড়া নতুন হালনাগাদে তথ্য খোঁজা বা সার্চের ক্ষেত্রে ক্যামেরা ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আইফোনের ক্যামেরা ব্যবহার করে বা গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করে অনুসন্ধান করতে পারবেন।