টিপস

জিমেইলে মুছে ফেলা ই-মেইল ইনবক্সে ফেরত আনবেন যেভাবে

জিমেইল
সূত্র: গুগল

কাজের চাপে বা মনের ভুলে আমরা অনেকেই ইনবক্স থেকে প্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলি। কখনো আবার মুছে ফেলা অপ্রয়োজনীয় ই-মেইলের তথ্যও প্রয়োজন হতে পারে। তবে চিন্তার কিছু নেই, জিমেইলের ইনবক্স থেকে কোনো ই-মেইল মুছে ফেললেও সেগুলো স্থায়ীভাবে মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত জমা থাকে ট্র্যাশ ফোল্ডারে। ফলে জিমেইল ব্যবহারকারীরা চাইলেই মুছে ফেলা ই-মেইল ইনবক্সে ফেরত আনতে পারবেন।

জিমেইলের ডেস্কটপ সংস্করণে মুছে ফেলা ই-মেইল ইনবক্সে ফেরত আনতে হলে প্রথমে জিমেইলের বাঁয়ে থাকা More অপশনে ক্লিক করতে হবে। এরপর Trash অপশন নির্বাচন করলেই মুছে ফেলা ই-মেইলগুলো দেখা যাবে। প্রয়োজনীয় ই-মেইলের বাঁয়ে থাকা বক্স নির্বাচনের পর মাউসের ডান বাটনে ক্লিক করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। এবার Move to inbox অপশন নির্বাচন করলে ইনবক্সে দেখা যাবে ই-মেইলটি।

অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা যন্ত্রে মুছে ফেলা ই-মেইল ফেরত আনতে হলে প্রথমে জিমেইল চালু করে বাঁয়ে থাকা অনুভূমিক তিন লাইন আইকনে ক্লিক করতে হবে। এরপর Trash অপশন নির্বাচন করলেই মুছে ফেলা ই-মেইলগুলো দেখা যাবে। এবার প্রয়োজনীয় ই-মেইল নির্বাচনের পর ডান পাশের ওপরে থাকা অনুভূমিক তিন ডট আইকনে ক্লিক করে Move to inbox নির্বাচন করলে ই-মেইলটি ইনবক্সে দেখা যাবে।