বেশ কিছু দিন ধরেই প্রযুক্তি বিশ্বে জল্পনাকল্পনা চলছিল, ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এবার বিষয়টি নিশ্চিত করে অ্যাপটি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই আইফোন ব্যবহারকারীদের জন্য ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইটে কাজ করা যাবে।
ভিডিও কলের ছবি পর্দার এক পাশে দেখা যাওয়ায় অন্য কাজও করা যাবে। এরই মধ্যে নির্দিষ্ট–সংখ্যক আইফোন ব্যবহারকারী এ সুবিধা পরখ করে দেখছেন। আইফোনে ‘পিকচার-ইন-পিকচার’মোড চালুর জন্য হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া