টুইটার
টুইটার

টিপস

টুইটারের তথ্য সংরক্ষণ করবেন যেভাবে

গত বৃহস্পতিবার খুদে ব্লগ লেখার সাইট টুইটারের মালিকানা নিজের করে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা গ্রহণ করেই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কয়েক কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি। ফলে বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী আশঙ্কা করছেন, এবার টুইটার ব্যবহার পদ্ধতিতেও পরিবর্তন আনতে পারেন ইলন মাস্ক। তবে পরিবর্তন আসুক বা না আসুক চাইলে টুইট আর্কাইভ থেকে নিজেদের পাঠানো টুইটগুলো (টুইটারে দেওয়া বার্তা) ডাউনলোড করে সংরক্ষণ করা সম্ভব।

টুইট আর্কাইভ থেকে তথ্য ডাউনলোডের জন্য প্রথমে টুইটার চালুর পর নেভিগেশন বার থেকে মোর অপশন নির্বাচন করতে হবে। ডেস্কটপ থেকে নেভিগেশনে ক্লিক করলেই মোর অপশন পাওয়া যাবে। মুঠোফোনের ক্ষেত্রে ওপরের বাঁ দিকে থাকা প্রোফাইল পিকচারে ট্যাপ করলে নেভিগেশন মেনু মিলবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এবার ‘ডাউনলোড অ্যান্ড আর্কাইভ অব ইউর ডেটা অপশন’ নির্বাচন করে ট্যাপ বাটন চাপলেই ডাউনলোড কার্যক্রম শুরু হবে।

তথ্য ডাউনলোডের আগে পরিচয় নিশ্চিত হতে টুইটার আপনার ই–মেইলে একটি কোড পাঠাবে। ই–মেইল থেকে কোডটি সংরক্ষণ করে ভ্যারিফাই ইউর পাসওয়ার্ড অপশনে কোডটি লিখে নেক্সট বাটন ট্যাপ করতে হবে।

পরিচয় যাচাই হয়ে গেলে রিকোয়েস্ট আর্কাইভ অপশনে ক্লিক করতে হবে। আবেদনে ২৪ ঘণ্টার মধ্যেই আপনার পাঠানো সব টুইটের তথ্য জিপ ফাইল আকারে ই–মেইলে পাঠাবে টুইটার।