ফেসবুকের আদলে হাজারের বেশি ব্যক্তিকে নিয়ে বড় গ্রুপ তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে। নিজেদের গ্রুপের পরিধি বৃদ্ধির জন্য কাজও শুরু করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। এরই মধ্যে আর্জেন্টিনার বেশ কিছু বেটা সংস্করণ ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।
বর্তমানে সর্বোচ্চ ৫১২ জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বার্তা বিনিময় করা যায়। নতুন এ সুবিধা চালু হলে সর্বোচ্চ ১ হাজার ২৪ জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা যাবে। ফলে বড় সংগঠন বা গ্রুপগুলো সহজেই হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করতে পারবে। ধীরে ধীরে সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুযোগ পাওয়া যাবে।
প্রযুক্তিবিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিক পর্যায়ে থাকা এ সুবিধা এখনই চালু করা হবে না। আর্জেন্টিনার পর আরও বেশ কিছু অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করবে হোয়াটসঅ্যাপ। গ্রুপের সদস্যসংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ হলেও চিন্তার কিছু নেই। কারণ, স্বাচ্ছন্দ্যে গ্রুপ নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে হোয়াটসঅ্যাপে।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া