মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কাজ থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে পোলিও নির্মূল, বিশুদ্ধ পানি, টিকা গবেষণা ও কৃষি উন্নয়ন নিয়ে কাজ করছেন। এসব কাজ করার পাশাপাশি নতুন এক সমস্যা চিন্তায় ফেলেছে বিল গেটসকে। বিল গেটস জানিয়েছেন, ভুল তথ্য বা মিস ইনফরমেশনের বিষয়টি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, ‘ভুল তথ্য বড় একটি সমস্যা। এ সমস্যা আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছি।’
মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছেন, ছোট মেয়ে ফোবি গেটস অনলাইনে হয়রানির শিকার হওয়ার কারণে তিনি বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, ‘আমার মেয়ে অনলাইনে হয়রানির শিকার হয়েছিল। তার বন্ধুরাও হয়রানির মুখোমুখি হয়েছে। বিষয়টি আমি আগে ভাবিনি।’
বিভিন্ন সময়ে বিল গেটসের ছোট মেয়ে তার পরিবার নিয়ে ভুল তথ্য ও প্রশ্নের মুখোমুখি হয়েছিল বলে জানা যায়। অনলাইনে নিজের পরিবার ও অন্যান্য বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে বেশ উদ্বিগ্ন বিল গেটস। এ বিষয়ে সবার সচেতন ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া