৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শেষ হয়েছে চার দিনের কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। বছরজুড়ে দুনিয়ার বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কী ধরনের পণ্য আনবে, তার ধারণা পেতে গোটা দুনিয়ার প্রযুক্তিপ্রেমীরা তাকিয়ে থাকেন এ মেলার দিকে। আর প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নানা চমক নিয়ে হাজির হয় এ মেলায়। এবারের মেলায় দেখানো নতুন পণ্য থেকে সেরা প্রযুক্তির পণ্যের তালিকা করেছে সংবাদমাধ্যম সিএনইটি, ওয়্যার্ড ও ভেনচারবিট। এই তালিকাগুলো থেকে বাছাই করা ১০টি পণ্যের কথা থাকছে এখানে।
জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনির বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক গাড়ি সিইএসে প্রদর্শন করা হলো। প্রদর্শনীর প্রথম রাতেই এর নমুনা (প্রোটোটাইপ) দেখানো হয়। মোটরগাড়ি নির্মাতা হোন্ডা, প্রসেসর নির্মাতা কোয়ালকম এবং এপিক গেমের সঙ্গে মিলে ‘আফিলা’ নামের এ গাড়ি তৈরি করেছে সনি। গাড়িটি সব সময় অনলাইনে ক্লাউডের সঙ্গে যুক্ত থাকবে। আছে ৪০টির বেশি সেন্সর। ২০২৫ সালের মাঝামাঝিতে অগ্রিম ক্রয়াদেশ (প্রি-অর্ডার) নেবে সনি। আর ২০২৬ সালের দিকে ক্রেতাদের গাড়ি দেওয়া শুরু হবে।
চাইলে রং বদলানো যাবে, এমন প্রযুক্তিসম্পন্ন একটি গাড়ি এনেছে জার্মান মোটরগাড়ি নির্মাতা বিএমডব্লিউ। বৈদ্যুতিক এ গাড়ির ভেতরে থাকা সুইচ চাপলেই রং পরিবর্তন হয়ে যাবে। আইভিশন ডিইই নামের এ গাড়িতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক কালি বা ই-ইঙ্ক প্রযুক্তি। এ ছাড়া এ গাড়িতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্স, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের কণ্ঠে চালকের সঙ্গে কথা বলবে, দেবে প্রয়োজনীয় নির্দেশনা।
আসকা তাদের প্রথম উড়ন্ত গাড়ি দেখানোর চেষ্টা করেছে সিইএসে। প্রদর্শনীতে বৈদ্যুতিক এ গাড়ির উড্ডয়ন ও অবতরণ দেখানো হয়। আসকা এ ফাইভ গাড়িটির আকার দেখতে অনেকটা বড়সড় এসইউভির মতো। চার আসনের এ গাড়ি সড়ক ও আকাশপথে একবারের চার্জে ২৫০ মাইল পর্যন্ত ছুটতে পারবে।
প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানডেলা নতুন বিদ্যুৎ-চালিত ‘উড়ন্ত’ নৌকা দেখিয়েছে। এ নৌকার মূল অংশ পানির ওপরে থাকবে, অর্থাৎ পানি স্পর্শ না করেই এটি চলবে। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে দ্রুতগতিতে চললেও শব্দদূষণ হবে না।
ব্রাজিলের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিসপ্লেস এমন এক ধরনের টেলিভিশন এনেছে, যা কোনো তারের সংযোগ ছাড়াই চলবে। ব্যবহারকারী চাইলে ঘরের যেকোনো জায়গায় তা রাখতে পারবেন। কোম্পানির প্রথম মডেলের টিভিটি ৫৫ ইঞ্চি ও ফোর কে পিক্সেলের। এর সঙ্গে যুক্ত থাকা ব্যাটারিতে টেলিভিশনটি চলে।
এ ছাড়া এলজিও এম থ্রি সিরিজের ৯৭ ইঞ্চির তারহীন ওএলইডি টেলিভিশন প্রদর্শন করেছে। কোম্পানিটি ৮৩ ইঞ্চি ও ৭৭ ইঞ্চির আরও দুই আকারের টিভিও আনবে।
অগমেন্টেড রিয়্যালিটি (এআর) ও ভার্চ্যুয়াল রিয়্যালিটি (ভিআর) প্রযুক্তির মিশেলে তৈরি হেডসেটের নতুন সংস্করণ প্রদর্শন করেছে তাইওয়ানের এইচটিসি। পণ্যটির নাম দিয়েছে ভাইভ এক্সআর এলিট। ভিআর/এআর হেডসেটের সঙ্গে এই নতুন সংস্করণের পার্থক্য হলো—স্বাভাবিকভাবে যাঁরা চোখে চশমা ব্যবহার করেন, তাঁরা চশমা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন এবং সমস্যায় পড়বেন না। আগের সংস্করণে চশমা ছাড়া ব্যবহারে সমস্যায় পড়তেন ব্যবহারকারীরা। পণ্যটি আগামী ফেব্রুয়ারির শেষের দিকে বাজারে পাওয়া যাবে।
ফ্রান্সের উইথিংস কোম্পানি সিইএসে প্রস্রাব পরীক্ষায় ব্যবহারযোগ্য ইউ-স্ক্যান নামের একটি পণ্যের প্রদর্শন করেছে। এর সাহায্যে ব্যবহারকারী বাড়িতে বসেই প্রস্রাব পরীক্ষা করে শারীরিক কোনো সমস্যা শনাক্ত করতে পারবেন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রথমে ইউরোপের বাজারে এটি পাওয়া যাবে।
এলজি একটি স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন করেছে। অ্যাস্লিপ ইনকরপোরেশনের সঙ্গে অংশীদারত্বে আনা এই হোম অ্যাপ্লায়েন্স ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে চলবে। যন্ত্রটি দেখতে অনেকটা স্মার্ট ঘড়ির মতো। এটি ঘুমের সময় ব্যবহারকারীর নিশ্বাসের ধরন রেকর্ড করবে এবং ঘুম কোন পর্যায়ে আছে, তা শনাক্ত করবে। হঠাৎ ঘুম ভাঙলে এর কারণও শনাক্তের চেষ্টা করবে যন্ত্রটি।
ফরাসি প্রসাধন পণ্য প্রস্তুতকারক ল’রিয়েল একটি যন্ত্র দেখিয়েছে, যা ভ্রুকে আইলাইনারের মতো সাজাবে। বৈদ্যুতিক এ যন্ত্রের নাম ‘ব্রো ম্যাজিক’। ব্যবহারকারী তাঁর ভ্রুতে যেমন ধরনের নকশা চাইবেন, ব্রো ম্যাজিক তেমনই আঁকবে। ব্রো ম্যাজিকের কালি পানি ও সাবান দিয়ে খুব সহজে মুছেও ফেলা যায়।
ফরাসি স্টার্টআপ লিয়ন দাঁত পরিষ্কার রাখার একটি প্রযুক্তি ডিভাইস প্রদর্শনীতে দেখিয়েছে। ইংরেজি বর্ণ ওয়াই (Y) আকৃতির হওয়ায় পণ্যটির নামও রাখা হয়েছে ‘ওয়াই ব্রাশ’। মাত্র ১০ সেকেন্ডে এটি ব্যবহারকারীর দাঁত পরিষ্কার করবে। দন্তচিকিৎসকেরা ক্লিনিক্যালি এ পণ্যকে বৈধতাও দিয়েছেন।