কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করছে একদল প্রতারক। পরে কৃত্রিম কণ্ঠস্বর কাজে লাগিয়ে সেই ব্যক্তির আত্মীয় বা পরিচিতদের কাছে ফোন করে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি)।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসবাসকারী এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফোন করে হ্যাকাররা। ফোনকলে তাঁর ভাতিজার কণ্ঠস্বর নকল করে অডিও বার্তা শোনানো হয়। হ্যাকাররা জানায়, সেই শিশুকে অপহরণ করা হয়েছে। এরপর হ্যাকাররা মুক্তিপণ হিসেবে অনলাইনে সেই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার রুপি হাতিয়ে নেয়। পরে সেই ব্যক্তি জানতে পারেন, অপহরণের ঘটনাটি ভুয়া এবং তিনি প্রতারিত হয়েছেন।
কণ্ঠস্বর নকল করে কেউ প্রতারণা করছে কি না, তা যাচাইয়ের জন্য বেশ কিছু বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। এ ধরনের ঘটনা ঘটলে বোঝার চেষ্টা করতে হবে এটি জরুরি কোনো ঘটনা নাকি কেউ ব্ল্যাকমেল করছে। সাধারণত হ্যাকাররা এমন পরিস্থিতিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও আতঙ্ক তৈরি করে। তাই শান্ত হয়ে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে।
এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা একেবারেই নতুন কৌশল। তাই হ্যাকাররাও এতে খুব বেশি পারদর্শী নয় বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। আর তাই ফোনকলের কণ্ঠ শুনে বোঝার চেষ্টা করতে হবে কণ্ঠস্বরে কোনো ধরনের কৃত্রিমত্তা রয়েছে কি না৷ এ ছাড়া বাক্য শেষ হওয়ার সময় কীভাবে তা শেষ হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
সূত্র: নিউজ১৮ ডটকম