আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচের ফলাফল সঠিকভাবে আগেই অনুমান করেছে কাশেফ
আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচের ফলাফল সঠিকভাবে আগেই অনুমান করেছে কাশেফ

বিশ্বকাপে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী

অক্টোপাস পল নেই, এবার আছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘কাশেফ’

২০১০-এর ফুটবল বিশ্বকাপের সময় প্রায় নির্ভুল ভবিষ্যদ্বাণী করে সারা বিশ্বের নজর কেড়েছিল পল নামের অক্টোপাস। জার্মানির এই অক্টোপাস খেলা শুরুর আগে যে দলের ঘরে অবস্থান করেছে বেশির ভাগ ক্ষেত্রে সে দলই কাকতালীয়ভাবে ম্যাচ জিতেছে।

এ বছরের বিশ্বকাপ ফুটবলেও আছে এক ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষ। তবে সে কোনো মানুষ বা প্রাণী নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি এক রোবট প্রোগ্রাম। নাম ‘কাশেফ’। গতকাল পর্যন্ত অর্ধেকেরও বেশি ম্যাচের ফলাফল সঠিকভাবে আগেই অনুমান করেছে কাশেফ। স্বয়ংক্রিয় এই রোবট তৈরি করেছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরা।

বিশ্বকাপ শুরুর পর এ পর্যন্ত ২৪টি ম্যাচের ফলাফল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ। এর মধ্যে ১৪টি সঠিক হয়েছে। সাতটির ফলাফল খুব কাছাকাছি হয়েছে। ভুল হয়েছে তিনটি। ফলে সাফল্যের বিচারে একটু তো এগিয়েই আছে এটি।

বিশ্বকাপের চলতি খেলাগুলোর বিষয়ে ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি গ্রুপ পর্বে সম্ভাব্য বিজয়ী দলগুলোর নামও জানিয়েছে কাশেফ। কাশেফের মতে, এবারের বিশ্বকাপে গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস ও ইকুয়েডর, গ্রুপ বি থেকে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র, গ্রুপ সি থেকে সৌদি আরব ও আর্জেন্টিনা, গ্রুপ ডি থেকে ফ্রান্স ও ডেনমার্ক, গ্রুপ ই থেকে স্পেন ও জাপান, গ্রুপ এফ থেকে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া, গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং গ্রুপ এইচ থেকে পর্তুগাল ও উরুগুয়ে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। আর কদিন পরেই বোঝা যাবে সেরা ১৬ নিয়ে কাশেফের এই অনুমান কতটা মেলে।

কাশেফ যেভাবে ভবিষ্যদ্বাণী করে

কাশেফ মূলত বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ খেলার জয়–পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে। এ জন্য প্রায় ২০০ ধরনের প্রায় এক লাখ তথ্য নিয়ে উন্নত মানের তথ্যভান্ডার তৈরি করেছে আল–জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রায় ৭১ শতাংশ নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ।