হোয়াটসঅ্যাপে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে বার্তা বা ছবির পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও বিনিময় করেন অনেকে। এসব তথ্য বিনা মূল্যে গুগল ড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে থাকে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপটি। এর ফলে ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপের আদান-প্রদান করা সব বার্তা, ছবি বা ভিডিও বিনা মূল্যে অনলাইনে সংরক্ষণ করতে পারেন। এত দিন গুগল ড্রাইভে ইচ্ছেমতো তথ্য রাখা গেলেও তথ্য সংরক্ষণের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ নিয়ম চালু হলে গুগল ড্রাইভে সর্বোচ্চ ১৫ গিগাবাইটের বেশি হোয়াটসঅ্যাপ তথ্য রাখা যাবে না। ফলে নির্ধারিত জায়গা শেষ হলে অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপের তথ্য সংরক্ষণ করতে হবে ব্যবহারকারীদের।
এরই মধ্যে নিজেদের বেটা সংস্করণ ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের নতুন নিয়ম চালু হতে যাওয়ার বার্তা প্রদর্শন করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। সেখানে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তথ্য সংরক্ষণের নতুন পদ্ধতি চালু করা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বর্তমানে হোয়াটসঅ্যাপের তথ্য সংরক্ষণের জায়গা নির্দিষ্ট করা না থাকায় ইচ্ছামতো গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণ করা যায়। নতুন নিয়ম চালু হলে নিয়মিত পুরোনো তথ্য, ছবি বা ভিডিও মুছে ফেলে গুগল ড্রাইভের জায়গা খালি করতে হবে। জায়গা খালি করা সম্ভব না হলে বাধ্য হয়েই অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপের তথ্য অনলাইনে সংরক্ষণ করতে হবে ব্যবহারকারীদের।
সূত্র: গ্যাজেটস৩৬০