ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পুরোনো দুটি সংস্করণ থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গুগল ড্রাইভ। ফলে অপারেটিং সিস্টেম হালনাগাদ না করলে পুরোনো উইন্ডোজ সংস্করণ ব্যবহারকারীদের তথ্য গুগল ড্রাইভে নিরাপদ থাকবে না।
নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী আগস্ট থেকে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা কোনো কম্পিউটারের জন্য নিরাপত্তা হালনাগাদ করবে না গুগল ডাইভ। ফলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে পুরোনো সংস্করণের উইন্ডোজ ব্যবহারকারীদের।
গুগলের তথ্যমতে, নিরাপদে গুগল ড্রাইভ ব্যবহারের জন্য অবশ্যই উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সংস্করণ ব্যবহার করতে হবে। কারণ, ভবিষ্যতে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা কম্পিউটারে চাইলেও গুগল ড্রাইভের হালনাগাদ কোনো প্রযুক্তি এবং কারিগরি ত্রুটির সমাধান পাওয়া যাবে না।
উল্লেখ্য, উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ সংস্করণ থেকেও ক্রোম ব্রাউজারের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে গুগল। ফলে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা যন্ত্রে চাইলেও ক্রোম ব্রাউজারের হালনাগাদ নিরাপত্তা–সুবিধা ব্যবহার করা যায় না।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ