মোবাইল এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি কল এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে আইফোনে। অ্যাপলের স্যাটেলাইটভিত্তিক ইমার্জেন্সি এসওএস সুবিধা কাজে লাগিয়ে এ সুযোগ চালু করা হতে পারে। এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও প্রতিষ্ঠানটির ইমার্জেন্সি এসওএস পাঠানোর জন্য ব্যবহৃত স্যাটেলাইটের পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবালস্টার এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের কাছে এ সুবিধা চালুর আবেদন করেছে।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক গ্লোবালস্টারের স্যাটেলাইট ব্যবহার করে অ্যাপল ইমার্জেন্সি এসওএস সুবিধা পরিচালনা করে থাকে। আর তাই প্রতিষ্ঠানটি ফেডারেল কমিউনিকেশনস কমিশনের কাছ থেকে ফোনে স্যাটেলাইট কল ও ইন্টারনেট ব্যবহারের অনুমতি পেলে আইফোনে এ সুবিধা চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রোতে ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করা যায়। ইমার্জেন্সি এসওএস সুবিধা কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানো যায়। এমনকি ফাইন্ড মাই অ্যাপ কাজে লাগিয়ে ম্যাপে নিজের অবস্থানও জানানো সম্ভব। নতুন এ সুবিধা চালু হলে ভবিষ্যতে জরুরি বার্তা পাঠানোর পাশাপাশি কল এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে আইফোনে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা অ্যাপলের ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। আর তাই আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯১১ নম্বরে চলে যায়। ফলে স্থানীয় উদ্ধারকারী দল আইফোন ব্যবহারকারীদের উদ্ধার করতে পারেন। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন।
সূত্র: লাইভমিন্ট