প্রকৃতির অনেক ঘটনা দেখা বা বোঝার সুযোগ পান না দৃষ্টিপ্রতিবন্ধীরা। তাঁদের জন্য নানা ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। সূর্যগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা দৃষ্টিপ্রতিবন্ধীরা যেন শুনতে ও অনুভব করতে সক্ষম হন, এমন একটি যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। আগামী এপ্রিলে এমনই একটি শব্দ ও স্পর্শ অনুধাবনকারী যন্ত্র সূর্যগ্রহণ দেখতে ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের এক স্কুলশিক্ষার্থী ইউকি হ্যাচ বলেন, ‘সূর্যগ্রহণের মতো ঘটনা খুব সুন্দর। প্রত্যেকেরই জীবনে একবার এমন ঘটনা অনুভব করা উচিত। আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী, আর মহাকাশ নিয়ে বেশ উত্সাহী। আমি নাসায় কম্পিউটারবিজ্ঞানী হিসেবে কাজ করতে চাই। আমাদের জন্য লাইটসাউন্ড বক্স নামের একটি ছোট শোনার যন্ত্র তৈরি করা হয়েছে। আমি গ্রহণটি দেখার পরিবর্তে শুনতে পাব যন্ত্রটি দিয়ে।’
আলোক–শব্দের এই যন্ত্র (লাইটসাউন্ড ডিভাইস) ওয়ান্ডা ডিয়াজ-মার্সেড নামের এক দৃষ্টিহীন জ্যোতির্বিজ্ঞানীর ভাবনা। তিনি হার্ভার্ডের জ্যোতির্বিজ্ঞানী অ্যালিসন বিয়ারিলার সঙ্গে যুক্ত হয়ে যন্ত্রটির পরিকল্পনা করেছেন। ডিয়াজ নিয়মিতভাবে তাঁর গবেষণার ফলাফল বিশ্লেষণ করতে শব্দনির্ভর তথ্যে রূপান্তর পদ্ধতি ব্যবহার করেন। তিনি বলেন, এ যন্ত্র আলোকে শব্দে রূপান্তরিত করতে পারে। সূর্য উজ্জ্বল হলে যন্ত্রে উচ্চমাত্রা শব্দের নোট তৈরি হয়। গ্রহণের সময় চাঁদ যখন সূর্যকে ঢেকে ফেলতে শুরু করে, তখন মধ্যপরিসরের শব্দের নোট তৈরি করে। অন্ধকার হয়ে গেলে শব্দটি একটি মাত্র ক্লিক শব্দ করে। শব্দের মাত্রা অনুসারে গ্রহণ সম্পর্কে জানতে পারবেন দৃষ্টিহীন ব্যক্তিরা।
এ যন্ত্রের একটি নমুনা প্রথম ২০১৭ সালের পূর্ণ সূর্যগ্রহণের সময় ব্যবহার করা হয়। এ বছর সেই যন্ত্রের আধুনিক সংস্করণ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যগ্রহণের সময় দৃষ্টিপ্রতিবন্ধীরা ব্যবহার করতে পারবেন। প্রায় ৭৫০টি যন্ত্র বিতরণ করা হবে দৃষ্টিহীনদের মধ্যে। জ্যোতির্বিজ্ঞানী ডিয়াজ বলেন, ‘আকাশ সবার জন্য। বিশ্বের সবাই দেখতে পেলে দৃষ্টিহীনদেরও সুযোগ দিতে হবে। আমি চাই শিক্ষার্থীরা গ্রহণ বুঝতে পাক। লাইটসাউন্ড ডিভাইসের শব্দ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সম্প্রচার করার পরিকল্পনা আছে আমাদের। অনেক তরুণ শিক্ষার্থীর পাশাপাশি বয়সের কারণে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা প্রত্যেকের জন্য প্রযুক্তির মাধ্যমে সুযোগ তৈরির চেষ্টা করছি।’
শব্দ শোনার পাশাপাশি স্পর্শের মাধ্যমে সূর্যগ্রহণ জানার সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ট্যাকটাইল ইঞ্জিনিয়ারিং একটি বিশেষ ধরনের ক্যাডেন্স ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে। এর মাধ্যমে স্পর্শের অনুভূতি দিয়ে সূর্যগ্রহণের ঘটনাটি অনুভব করা যাবে। ট্যাবলেটটি প্রায় মুঠোফোনের মতো। এ যন্ত্রে বিভিন্ন বিন্দুর মাধ্যমে পড়ার সুযোগ থাকে। সূর্যগ্রহণের সময় এর মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিরা ঘটনার পূর্ণ বিবরণ স্পর্শের মাধ্যমে পড়তে পারবেন।
সূত্র: ফিজ ডট অর্গ