ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। অ্যাপটির জন্য মজার ভিডিও তৈরি করে তারকাও বনে গেছেন অনেকে। এবার সংগীতপ্রেমীদের জন্য বিভিন্ন শিল্পীর কনসার্টের টিকিট কেনার সুযোগ দেবে টিকটক।
ব্যবহারকারীদের সহজে টিকিট কেনার সুযোগ দিতে ‘টিকিটমাস্টার’-এর সঙ্গে জোটও বেঁধেছে তারা। চুক্তি অনুয়ায়ী, টিকটকে অ্যাপেই বিভিন্ন কনসার্টের টিকিট বিক্রি করবে যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানটি। টিকিট কেনার জন্য নিজেদের অ্যাপে প্রচারণাও চালাবে টিকটক।
সম্প্রতি ‘টিকটক মিউজিক’ চালুর জন্য ‘ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক’ কার্যালয়ে আবেদন করেছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। মেধাস্বত্বের জন্য করা আবেদনের তথ্য অনুযায়ী মিউজিক স্ট্রিমিং অ্যাপটিতে গান শোনার পাশাপাশি পছন্দের গান কিনে ডাউনলোড করা যাবে। চাইলে পছন্দের গানগুলো বন্ধুদের পাঠানোরও সুযোগ মিলবে।
সূত্র: দ্য ভার্জ