যুক্তরাষ্ট্রের সিরাকজ এয়ার ফোর্স স্টেশনের একটি কক্ষে এসএজিইর কাজ চলছে
যুক্তরাষ্ট্রের সিরাকজ এয়ার ফোর্স স্টেশনের একটি কক্ষে এসএজিইর কাজ চলছে

প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষাব্যবস্থা এসএজিই নেটওয়ার্ক

১৬ জানুয়ারি ১৯৫৬

মার্কিন সরকারের সেমি–অটোমেটিক গ্রাউন্ড এনভায়রনমেন্ট (এসএজিই) নেটওয়ার্ক ব্যবস্থা জনগণের সামনে প্রকাশ করা হয়।

১৬ জানুয়ারি ১৯৮৬

ইন্টারনেটের কারিগরি মান নির্ধারণ করার জন্য ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স (আইইটিএফ) গঠন করে ইন্টারনেট সোসাইটি।

১৬ জানুয়ারি ১৯৫৬
যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষাব্যবস্থা এসএজিই উন্মুক্ত
মার্কিন সরকারের সেমি–অটোমেটিক গ্রাউন্ড এনভায়রনমেন্ট (এসএজিই) নেটওয়ার্ক ব্যবস্থা জনগণের সামনে প্রকাশ করা হয়। এসএজিই ছিল যুক্তরাষ্ট্র ও কানাডার শত শত রাডার স্টেশনের সঙ্গে যুক্ত বড় আকারের কম্পিউটার যোগাযোগ নেটওয়ার্কের একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা। ১৯৫০–এর দশকে যুক্তরাষ্ট্রে আকাশ থেকে বোমা হামলার আশঙ্কা বাড়তে থাকলে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সে সময় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লিঙ্কন ল্যাবরেটরি দেশজুড়ে কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নের কাজ পায়।

এসএজিইতে ওয়ার্লউইন্ড কম্পিউটার

ষাটের দশকের প্রথম দিকে এসএজিইর কাজ সম্পন্ন হয়। এসএজিই সামরিক ও বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণে বৈপ্লবিক ভূমিকা রাখে। ১৯৭৯ সালে এসএজিই রিজিওনাল অপারেশনস কন্ট্রোল সেন্টারসে (আরওসিসি) পরিণত হয়।

ইন্টারনেটের কারিগরি মান নির্ধারণ করে আইইটিএফ

১৬ জানুয়ারি ১৯৮৬
ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স গঠিত
ইন্টারনেটের কারিগরি মান নির্ধারণ করার জন্য ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স (আইইটিএফ) গঠন করা হয়। এই টাস্ক ফোর্সের কাজ হলো, ইন্টারনেট প্রটোকলের (টিসিপি/আইপি) সব রকম কারিগরি মান নির্ধারণ ও অনুমোদন করা। আইইটিএফে আনুষ্ঠানিক সদস্য হওয়ার সুযোগ নেই। এই টাস্ক ফোর্সে স্বেচ্ছাসেবী হিসেবে সবাই কাজ করেন। ইন্টারনেট সোসাইটি আইইটিএফ গঠন করে।
শুরুতে আইইটিএফ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সহায়তায় পরিচালিত হতো। ১৯৯৩ সাল থেকে অলাভজনক সংস্থা ইন্টারনেট সোসাইটি পরিচালনা করে আসছে।