আরও উন্নত এআই মডেল আনল মেটা
আরও উন্নত এআই মডেল আনল মেটা

উন্নত এআই মডেল এনেছে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের এললামা সিরিজের নতুন জেনারেটিভ এআই মডেল এললামা ৩.৩ ৭০বি উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির জেনারেটিভ এআই বিভাগের ভাইস প্রেসিডেন্ট আহমাদ আল দাহলে এক্সে দেওয়া এক পোস্টে জানান, এই মডেলটি আগের বৃহত্তম মডেল এললামা ৩.১ ৪০৫বির মতোই কার্যক্ষম। তবে এই চ্যাটবটের খরচ অনেক কম।

আল দাহলে বলেন, সর্বাধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ফলাফল কাজে লাগিয়ে এই মডেল উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে, যা কম খরচে উন্নত ফলাফল দিতে সক্ষম। তাঁর দেওয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, এললামা ৩.৩ ৭০বি বিভিন্ন মানদণ্ডে গুগলের জেমিনি ১.৫ প্রো, ওপেনএআইয়ের জিপিটি-৪ও এবং অ্যামাজনের নোভা প্রোকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এমএমএলইউ, যা বিভিন্ন মডেলের ভাষা বোঝার সক্ষমতা মূল্যায়ন করে।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, নতুন এই মডেল গণিত, সাধারণ জ্ঞান, নির্দেশনা অনুসরণ এবং অ্যাপ ব্যবহারে আরও উন্নত। এললামা ৩.৩ মডেলটি হাগিং ফেস এবং লামার অফিশিয়াল ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যম থেকে নামানোর জন্য উন্মুক্ত করা হয়েছে। এললামা মডেলগুলো পুরোপুরি ‘উন্মুক্ত’ না হলেও ব্যবহারকারীদের কাছে এটি জনপ্রিয়। মেটার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এললামা মডেলগুলো ৬৫ কোটির বেশিবার নামানো হয়েছে।

মেটার এআই সহকারী মেটা এআই–ও এললামা মডেল দিয়ে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির দাবি, মেটা এআইয়ের প্রতি মাসে ৬০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতে, এটি শিগগিরই বিশ্বের সবচেয়ে ব্যবহৃত এআই সহকারী হয়ে উঠবে।

তবে এললামার উন্মুক্ততা মেটার জন্য চ্যালেঞ্জও তৈরি করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, চীনের সামরিক গবেষকেরা এললামা মডেল ব্যবহার করে প্রতিরক্ষা চ্যাটবট তৈরি করেছেন। এরপর মেটা তাদের মডেল মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের জন্য উন্মুক্ত করে।

ইউরোপীয় ইউনিয়নের এআই আইন এবং জিডিপিআর আইনের কারণে এললামা উন্মুক্ত করা নিয়ে মেটা চাপে রয়েছে। ইউরোপীয় নিয়ন্ত্রকেরা মেটাকে ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা ব্যবহার বন্ধ করার নির্দেশ দিলে মেটা তা মেনে নেয়। তবে প্রতিষ্ঠানটি একটি খোলা চিঠিতে দাবি করেছে, ডেটা সুরক্ষা আইনগুলোর আধুনিক ব্যাখ্যার প্রয়োজন, যাতে প্রযুক্তিগত অগ্রগতি বাধাগ্রস্ত না হয়।

মেটার বিশাল বিনিয়োগ

এললামার ভবিষ্যৎ সংস্করণ তৈরিতে মেটা ব্যাপক বিনিয়োগ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি লুইজিয়ানায় এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে।

গত আগস্টে মেটার চতুর্থ প্রান্তিকের আয়–প্রতিবেদনে জাকারবার্গ জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের এললামা ৪ মডেল তৈরিতে এললামা ৩-এর তুলনায় ১০ গুণ বেশি কম্পিউটিং শক্তি প্রয়োজন হবে। মেটা এরই মধ্যে এক লাখের বেশি এনভিডিয়া জিপিইউ সংগ্রহ করেছে, যা তাদের প্রতিযোগীদের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে সহায়তা করবে।

এআই মডেল প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে মেটার মূলধন ব্যয় ৩৩ শতাংশ বেড়ে ৮৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময় ছিল ৬৪০ কোটি ডলার। এই ব্যয় মূলত সার্ভার, ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক অবকাঠামোতে বিনিয়োগের জন্য হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ