যুক্তরাষ্ট্রে কম্পিউটারবিজ্ঞানের এক প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করে প্রথম পুরস্কার জিতে নিয়েছিল হাইস্কুলের ছাত্র কেভিন চ্যাং।
১৮ জুন ১৯৯২
স্কুলছাত্র তৈরি করে গাড়ির গতি নিয়ন্ত্রণের স্বয়ংক্রিয় প্রযুক্তি
গাড়ির গতি বাড়ানো বা কমানো নিয়ন্ত্রণ করা যায় স্বয়ংক্রিয়ভাবে, এই প্রযুক্তি এখন চমকপ্রদ কিছু নয়। তবে চার দশক আগে এমন প্রযুক্তির ভাবনা সহজ ছিল না। ১৯৯২ সালের ১৮ জুন যুক্তরাষ্ট্রে কম্পিউটারবিজ্ঞানের এক প্রতিযোগিতায় এমন প্রযুক্তি উদ্ভাবন করে প্রথম পুরস্কার জিতে নিয়েছিল হাইস্কুলের এক ছাত্র।
সেই সময় দি লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, কেভিন চ্যাং নামের হাইস্কুলের ওপরের শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র এমন এক প্রোগ্রাম তৈরি করেছে, যেটি দিয়ে গাড়ির অ্যাকসিলারেটর ও ব্রেক নিয়ন্ত্রণ করা যায় স্বয়ংক্রিয়ভাবে। অর্থাৎ সড়কে অন্যান্য গাড়ির সংখ্যা ও চলাচল বুঝে প্রোগ্রামটি গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে।
কেভিন চ্যাং ইনফ্রারেড (অতি লাল) রশ্মির সেন্সর ব্যবহার করেছিল তার প্রোগ্রামে। এই সেন্সর সামনে থাকা কোনো বস্তুর সঙ্গে গাড়ির দূরত্ব পরিমাপ করতে পারত এবং সে অনুযায়ী প্রোগ্রামকে বলে দিত গাড়ির গতি কমাতে বা বাড়াতে।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি