অ্যাপলের ওয়েব ব্রাউজার সাফারি
অ্যাপলের ওয়েব ব্রাউজার সাফারি

প্রযুক্তির এই দিনে: ৩০ জুন

অ্যাপলের নিজস্ব ব্রাউজার সাফারির আত্মপ্রকাশ

২০০৩ সালের ৩০ জুন সাফারি ১.০ সংস্করণ প্রকাশ করা হয়। বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী সাফারি ব্যবহার করে।

৩০ জুন ২০০৩
অ্যাপলের নিজস্ব ব্রাউজার সাফারির আত্মপ্রকাশ
সাফারির প্রথম পরিচয় পাওয়া যায় ২০০৩ সালের ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাকওয়ার্ল্ড সম্মেলনে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইএ) স্টিভ জবস সেই সম্মেলনে জানান, অ্যাপলের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ওয়েবকিট এ কেএইচটিএমএল ব্রাউজার ইঞ্জিনের ওপর ভিত্তি করে ওয়েবসাইট দেখার নিজস্ব সফটওয়্যার (ব্রাউজার) সাফারি তৈরি করছে অ্যাপল। সেদিনই সাফারির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ শুধু ম্যাক ওএস এক্সের জন্য ছাড়া হয়।

এরপর আরও কয়েকটি বেটা সংস্করণের পর ২০০৩ সালের ৩০ জুন সাফারি ১.০ সংস্করণ প্রকাশ করা হয়। প্রথমে শুধু ম্যাক ওএসের জন্য সাফারি থাকলেও পরে অ্যাপল তাদের আইওএস, আইপ্যাড ওএসের জন্যও সাফারি প্রকাশ করে। এমনকি কয়েক বছর (২০০৭–২০১২) উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যও সাফারির আলাদা সংস্করণ ছাড়া হয়েছিল। কিন্তু ব্যবহারকারী কম হওয়ায় উইন্ডোজের জন্য সাফারি আর তৈরি হয়নি। ২০০৭ সালে বাজারে আসা আইফোনের সঙ্গে সাফারি ইনস্টল করে দেওয়া হয়েছিল।

মেকিন্টোশ কম্পিউটার নেটস্কেপ নেভিগেটর ও ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা দেখেই নিজস্ব ব্রাউজার বানানোর সিদ্ধান্ত নেয় অ্যাপল। আর সাফারি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপল ব্যবহারকারীদের কাছে। বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী সাফারি ব্যবহার করে।