গোপন কোড ব্যবহারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ
গোপন কোড ব্যবহারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে গোপন কোড ব্যবহারের সুযোগ, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপে অনেকেই গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন। এসব তথ্য বা ছবি অন্য কেউ দেখলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। এ সমস্যা সমাধানে সম্প্রতি চ্যাট লক নামে নতুন নিরাপত্তা–সুবিধা চালু করেছে অনলাইনে ফোনকল করার ও বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটসঅ্যাপ। চ্যাট লক–সুবিধায় আঙুলের ছাপের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা তথ্য লক করার সুযোগ থাকায় অন্য কেউ ফোন ব্যবহার করলেও সেগুলো দেখতে পারেন না। এবার চ্যাট লক–সুবিধার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে গোপন কোড ব্যবহারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ব্যবহারকারীদের চ্যাট সুরক্ষিত রাখতে গোপন কোড–সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধা চালু থাকলে আঙুলের ছাপ দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট কোড ছাড়া হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা কোনো তথ্য দেখা যাবে না। এর ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ গোপনে লক করা চ্যাটের বার্তা পড়তে পারবেন না। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা লক করা চ্যাটের জন্য আলাদা একটি কোড নির্ধারণ করতে পারবেন। নির্ধারণ করা কোড ছাড়া ভুল কোড টাইপ করলে চ্যাট লকই থাকবে। বলা হচ্ছে, অনেক সময় ফোন আনলক করার সাধারণ পদ্ধতি সুরক্ষিত হলেও অন্য কেউ ফোনে প্রবেশ করলে ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাটগুলো নিরাপদ থাকে না। হোয়াটসঅ্যাপের এই গোপন কোড–সুবিধা সেই নিরাপত্তাঝুঁকি দূর করতে সাহায্য করবে।

গোপন কোড নির্ধারণের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে যে চ্যাটটি লক করতে হবে, সেটিতে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর স্ক্রিনের ওপরের ডান কোণে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করে ‘চ্যাট লক’ অপশন নির্বাচন করতে হবে। এবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মাধ্যমে চ্যাটটি লক করার পর ‘লকড চ্যাট’ ফোল্ডারে প্রবেশ করে আবার তিনটি ডট আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘চ্যাট লক সেটিংস’ অপশন থেকে ‘সিলেক্ট কোড’ নির্বাচন করে পছন্দমতো গোপন কোড নির্ধারণ করতে হবে।
সূত্র: নিউজ ১৮ ডটকম