সরকারি সংস্থায় বেআইনি বা কপি করা সফটওয়্যারের ব্যবহার বাদ দিয়ে এগুলোকে শুদ্ধ করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করে চীন সরকার।
১৪ এপ্রিল ১৯৯৫
চীনা সরকারি সংস্থায় বেআইনি সফটওয়্যারের ব্যবহার রোধের উদ্যোগ
সরকারি সংস্থায় বেআইনি বা কপি করা সফটওয়্যারের ব্যবহার বাদ দিয়ে এগুলোকে শুদ্ধ করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করে চীন সরকার। এই উদ্যোগে মার্কিন সফটওয়্যার প্রকাশক প্রতিষ্ঠানগুলোকে লাখ লাখ ডলার দিয়েছে চীন। এই পরিকল্পনায় লাইসেন্সড সফটওয়্যার কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয়। এই ঘোষণার পর চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে। চোরাই বা বেআইনি সফটওয়্যারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কঠোর অবস্থান, সেটির সঙ্গে একমত হয়ে চীন চুক্তি সই করে।
১৪ এপ্রিল ২০১৬
জিডিপিআর প্রণয়ন
প্রথমবারের মতো তথ্য সুরক্ষার নীতিমালা জিডিপিআর প্রণয়ন করে ইউরোপীয় ইউনিয়ন। জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআরের উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য ও উপাত্তের সুরক্ষা দেওয়া। ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করে, এমন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে ২০১৮ সালের ২৮ মে থেকে জিডিপিআর অনুসরণ করতে হয়েছে। জিডিপিআরের সাতটি নীতি হলো বৈধতা, স্বচ্ছতা, উপাত্ত ব্যবহারের সীমাবদ্ধতা, ন্যূনতম উপাত্ত সংগ্রহ, সঠিক তথ্য-উপাত্ত, সংরক্ষণ সীমাবদ্ধতা, সততা, গোপনীয়তা (নিরাপত্তা) ও জবাবদিহি। তথ্য সুরক্ষা নীতিমালায় জবাবদিহি ছিল নতুন সংযোজন। ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গোপনীয়তা আইন ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে জিডিপিআর প্রণয়ন করা হয়।